Sania Mirza: ওয়েইসির বিরুদ্ধে হায়দরাবাদে প্রার্থী কি সানিয়া মির্জা?
1 মিনিটে পড়ুন Updated: 28 Mar 2024, 09:36 AM ISTসূত্রের খবর, মির্জার নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা 🤪মহম্মদ আজহারউদ্দিন।
সূত্রের খবর, মির্জার নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা 🤪মহম্মদ আজহারউদ্দিন।
ꩵনামপ্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে মানিকন্ট্রোল জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস।
বুধবার গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং দমন ও দিউ- এই চার রাজ্যের প্রার্থ𒁏ীদের নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) ১৮ জনের নাম অনুমোদন করেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কংগ্রেস সানিয়া মির্জার জনপ্রিয়তা ও তাঁর সেলিব্রিটি স্ট্যাটাসের দিকে নজর𒀰 রেখে এই সিদ্ধান্ত নিচ্ছে। কংগ্রেস সর্বশেষ ১৯৮০ সালে হায়দরাবাদে জিতেছিল এবং কে এস নারায়ণ সাংসদ হয়েছিলেন।
সূত্রের খবর, মির্জার নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধি💃নায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। ২০১৯ সালে সানিয়া মির্জার বোন আনাম মির্জার সঙ্গে বিয়ে হয় ক্রিকেটারের ছেলে মহম্মদ আসাদুদ্দিনের।
আজহারউদ্দিন সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্꧅দ্বিতা করেছিলেন, যেখানে তিনি জুবিলি হিলস আসন থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মাগন্তি গোপীনাথের কাছে ১৬,০০০ ভোটে হেরে গিয়েছিলেন।