এখন লোকসভা নির্বাচনের মরশুম। চতুর্থ দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোটের প্রস্তুতি চলছে সর্বত্র। নির্বাচনী প্রচার থেকে শুরু করে রোড–শো কোনও কিছু বাকি নেই। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে এক্স হ্যান্ডেলে ব্লক করে দিলেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। তাহলে কি শুভেন্দু অধিকারী সত্য শুনতে পারছেন না? সহ্য করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বক্তব্য? এইসব প্রশ্ন উ▨ঠতে শুরু করেছে। তবꦗে শুভেন্দুর এই কাজ ফলাও করে তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এবং দেওয়া হয়েছে খোঁচাও।
বিজেপি যেখানে দাবি করেছিল, এবার ৪০০ পার। সেখানে হিসেব কষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিজেপি সাড়া দেশে ১৯৫টি আসন পাবে। আর ইন্ডিয়া জোট সরকার গড়ে উঠবে। কারণ ৩১০–৩১৫ আসন পাবে ইন্ডিয়া জোট বলে তাঁর দাবি। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দুকে ট্যাগ করা হয়তো হয়েছে। যা মেনে নিতে পারেননি বিরোধী দলনেতা। তার উপর সন্দেশখালির ঘটনা অর্থাৎ স্টিং অপারেশনের ভিডিয়ো তাঁকে ট্যাগ করা হয়ে থাকতে পারে। যা তাঁর অস্বস্তি বাড়িয়েছে। এইসব কারণে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে (একদা মন্ত্রী–সাংসদ ছিলেন) এক্স হ্যান্ডেলে ব্লক কဣরে দিয়েছেন। তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।
এদিকে সন্দেশখালি নিয়ে আন্দোলন তুঙ্গে তুলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল সন্দেশখালি স্টিং অপারেশন পর্ব–১ এবং পর্ব–২ প্রকাশ্যে আসার পর। যদিও এই ভিডিয়ো দুটি যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে এই দুটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাপে পড়ে যায় বঙ্গ– বিজেপি নেতৃত্ব। এখন 🍒এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। এইসব ভিডিয়ো তৃণমূল কংগ্রেসের সৌজন্যে পেয়ে থাকেন শুভেন্দু অধিকারী। যা তাঁর রাগ–ক্ষোভ বাড়িয়ে দেয় বলে সূত্রের খবর। এইসব যাতে দেখতে না হয় তাই এক্স হ্যান্ডেলে একদা নিজের পুরনো দলকে ব্লক করে দিলেন তিনি।
আরও পড়ুন: বিজেপি কর্মীকে কিল–চড়–ঘুষি মারার অভিযোগ তৃণ𝕴মূল কাউন্সিলরের বিরুদ্ধে! হুঙ্কার অর্জুনের
অন্যদিকে এই কাণ্ড ঘটাবার পরই সেটা নিজেদের এক্স হ্যান্ডেলে তুলে ধরে তৃণমূল কংগ্রেস। আর শুভেন্দু অধিকারীকে খোঁ🥂চা দিয়ে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ইয়ে ডর হোনা চাহিয়ে। ইয়ে ডর হামে আচ্ছা লাগা।’ অর্থাৎ এই ভয়টা হওয়ার দরকার ছিল এবং এই ভয় আমাদের ভাল লেগেছে।’ শুভেন্দু অধিকারী ভয় পেয়েই এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসকে ব্লক করেছেন বলে মনে করছে ঘাসফুল শিবির। লোকসভা নির্বাচনের মরশুমে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর।