আজ, মঙ্গলবার ভোটগণনা চলছে গোটা দেশে। তবে বাংলার অধিকাংশ আসন কার কাছে যায় সেদিকেও নজর রয়েছে সকলের। বুথফেরত সমীক🐽্ষায় দাবি করা হয়েছে, বাংলায় তৃণমূল 🦄কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। যা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর সেটাই মিলতে চলেছে। বাংলায় সবুজ ঝড় অব্যাহত। ৩০টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই বোঝা যাচ্ছে, বাংলা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। কিন্তু এখন বড় খবর হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে।
এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। তবে এই জয় শুধু জয়ের নয়। এই জয় জবাব দেওয়ার জয়। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। মহুয়ার বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন তিনি। এই নিয়ে জল অনেক দূর গড়ায়। এমনকী সংসদের এথিক্স কমিটিতে দেখে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। তারপর তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। বিজেপির এই পরিকল্পনা সফল হওয়ায়༺ জবাব দেবে বলেছিলেন মহুয়া। এবার বিজেপি হেভি🌺ওয়েট প্রার্থী দিয়েও বের করতে পারল না কৃষ্ণনগর আসন।
এই লোকসভা কেন্দ্রে এসে সভা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরꦬেন্দ্র মোদী। কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়কে প্রার্থী করেছিল বিজেপি। তাঁকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। ইডির বাজেয়াপ্ত করা টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবেন বলেছিলেন মোদী। তারপরও এই আসন জিততে পারল না বিজেপি। মমতা বন🅷্দ্যোপাধ্যায় এখানে সভা করতে এসে বলেছিলেন, বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে। তার জন্য কৃষ্ণনগরের মানুষকে এগিয়ে এসে মহুয়া মৈত্রকে ভোট দিতে হবে। আর জেতাতে হবে। তাহলেই মহুয়া আবার সংসদে ফিরতে পারবে। একইসঙ্গে জবাব দিতে পারবে বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান শুনেছেন কৃষ্ণনগরের বাসিন্দারা।
আরও পড়ুন: ভগবানগো൲লা বিধানসভা উপনির্বাচনে ধরা✤শায়ী বিরোধীরা, জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী
মহুয়া মৈত্র যখন দাপিয়ে প্রচার করছেন, তখন মহুয়ার অফিসে এবং কলকাতায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে তাঁর বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, তখন নতুন করে চাপ তৈরি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাদের দায়ের করা মামলা চলে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি। এত কিছুর পরও আবার সংসদে যাচ্ছেন মহুয়া। মহুয়াকে যেদিন বহিষ্কার করা হয়েছিল সেদিন সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন তুলে বলেছিল♛েন, ‘আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।’ আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্র ৫৭ হাজার ৮৩ ভোটে জয়ী হন মহুয়া মৈত্র।