লোকসভা নির𒁏্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু বাকি শরিকদের সমর্থনে এনডিএ সরকার গড়ে উঠবে। এটা সত্যিই প্রকৃত এনডিএ সরকার। কারণ বিজেপি এখন সংখ্যালঘু। এই আবহে বাংলার দিকে তাকালে বিজেপি জিতেছে ১২টি আসন। আগের বারের থেকে ৬টি আসন কমেছে। আর এই আবহে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনে রাজ্য๊ে সবুজ–ঝড় অব্যাহত। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে আবার জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রেই এবার জোড়াফুল শিবিরের সঙ্গে সরাসরি টক্কর দিল পদ্মফুল শিবির। এই বিষয় আগে কখনও ঘটেনি।
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র বরাবরই তৃণমূল কংগ্রেসের গড় বলেই পরিচিত। ভরা বামফ্রন্ট সরকারের জমানাতেও কোনওদিন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। বাংলায় পরিবর্তনের আগে পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংসদ হন সুব্রত বক্সি। আর এখন মালা রায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন মালা রায়। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিপক্ষে বিজে𝔉পির প্রার্থী হন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ থেকে তাঁকে এখানে নিয়ে আসা হয়েছিল। আর সিপিএমের প্রার্থী ছিলেন সায়রা শাহ হালিম। ২০১৯ সালের থেকে বেশি ভোটের ব্যবধান জিতেছেন মালা রায়। কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ডে চাপে পড়ে যান তিনি। তবে সিপিএমের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আরও পড়ুন: ‘রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখ🐼তে চাই’, ভোট পরবর্তী হিংসা নি𒁃য়ে কড়া কলকাতা হাইকোর্ট