এখন দুয়ারে লোকসভা নির্বাচন। জোরকদমে প্রচার শুরু হয়েছে। আর ঠিক তার আগেই কপ্টারে ‘আয়কর তল্লাশি’ নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে যাওয়ার আগে হেলিকপ্টারে হঠাৎ আয়কর হানা এবং সংস্থার অফিসারদের আচরণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তল্লাশি চালানোর পরেও ‘ট্রায়াল রানে’ বাধা দেওয়া হয়েছে। সেটার চেষ্টা করেছেন আয়কর অফিসাররা। এমনকী হেলিকপ্টারে উঠতে বাধা দেওয়া হয়েছিল। রবিবার বেহালার ফ্লাইং ক্লাবে গিয়ে তল্লাশি চালায় আয়কর 🐠দফতরের অফিসাররা। তারপরই এক্স হ্যান্ডেলে অভিষেক জানান, ওই হেলিকপ্টারে কিছুই পাওয়া যায়নি। আর এবার আয়কর দফতরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। আজ, সোমবার হলদিয়ায় সংগঠনের বৈঠকে যোগ দেন অভিষেক। সেখান থেকে বেরিয়েই আয়কর তল্লাশি নিয়ে মন্তব্য করেন তিনি।
এদিকে সূত্রের খবর, হঠাৎই আয়কর দফতরের অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে গিয়ে ব্যাগ, আসন সব জায়গায় তল্লাশি চালাতে শুরু করেন। একঘণ্টা ধরে চলে তল্লাশি। এমনকী পাইলটের সঙ্গেও কথা বলেন অফিসাররা। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ সোমবার হলদিয়ায় অভিষেক বলেন, ‘হেলিকপ্টার থেকে তো এক পয়সাও উদ্ধার করতে পারেনি। উল্টে তল্লাশি চালানোর পরেও হেলিকপ্টারে উঠতে দিಞচ্ছিল না। ট্রায়াল রানই করতে দিচ্ছিল না। আয়কর তল্লাশি চালিয়েও কিছু꧒ পায়নি। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।’
আরও পড়ুন: ‘রাজ্য🦄ে যাদের পাকা ঘর হয়নি করে দেবে 🤪বিজেপি সরকার’, আলিপুরদুয়ারে প্রতিশ্রুতি রাজনাথের
অন্যদিকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ কোচবিহার থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেইড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসাররা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব 💫না। ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা আইটি অফিসারদের নেই।’
এছাড়া তৃণমূল সূত্রে ꦿখবর, অভিষেকের হেলিকপ্টারটি দলের ভাড়া করা। ‘ট্রায়াল’ শুরু হওয়ার আগে সেখানে আয়কর অফিসারদের একটি দল হানা দেয়। চপারটি সম্পর্কে খোঁজখবর করে তাঁরা তল্লাশি করেন। অভিষেকের কথায়, ‘ট্রায়াল রানের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে উপর মহল থেকে নির্দেশ নꦦা দেওয়া হলে অনুমতি দেওয়া হবে না। এই এক্তিয়ার ইনকাম ট্যাক্সের নেই। একুশের নির্বাচনে সব শক্তি প্রয়োগ করে যা পরিণতি হয়েছিল, তার থেকেও খারাপ পরিণতি হবে।’