লোকসভা নির্বাচন এখন দুয়ারে। আর তার জেরে তেতে উঠেছে রাজনীতির ময়দান। নানা নতুন তথ্য যেমন সামনে আসছে তেমন বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের কোপে পড়তে হচ্ছে। এবার সামনে এসেছে আরও এক নতুন তথ্য। সেটা হল, লোকসভা নির্বাচনে এবারের বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নাকি চতুর্থ শ্রেণি পাশ! শুনতে অবাক লাগলেও এমন তথ্য নিয়েই প্রশ্🌟ন উঠেছে দলের অন্দরে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দর লেখাপড়ার তুলনা টেনে আবার বিতর্কে জড়ালেন বর্ধমান পূর্ব লোকসভা 🔜কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।
বিজেপির এই প্রার্থীর গালিগালাজের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিতর্কিত মন্তব্য তিনি করে থাকেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে গা♎ন গেয়েছেন এই অসীম সরকার। তা নিয়েও বেশ হইচই হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী অসীম সরকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর তথা বিধানসভার বিজেপি প্রার্থী গোবর্ধন দাস। তিনি বলেন, ‘নির্বাচনী হলফনামা থেকে জানা যায় অসীম সরকার ক্লাস ফোর পাশ। আমি পূর্বস্থলীর ভোটার হিসাবে বলছি, উনি গানে এক্সপার্ট। গান করেই কি আমাদের দাবিদাওয়া উনি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন? দলের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু একজন উচ্চশিক্ষিত ভূমিপুত্র কি প্রার্থী হতে পারত না?’
আরও পড়ুন: একবালপুরের আবাসনে ভয়াবহ আগুন, ল𒁏েলিহান শিখায় পুড়ে ছাই গোটা ফ্ল্যাট
যে অসীম সরকার এত বড় বড় কথা বলেছেন এখন তাঁকেই গুগলি দিয়েছেন তাঁরই সহকর্মী। আর এই গুগলির সঠিক মোকাবিলা করতে পারেননি অসীম সরকার। উলটে জবাব দিয়ে বিতর্ক বাড়িয়েছেন। এই নিয়ে প্রশ্ন করা হলে অসীম সরকার বলেন, ‘আমি যতটুকু লেখাপড়া জানি, উনি জানেন যেটা, সেটাই তো বলেছেন উনি। খারাপ কিছু বলেননি তো। তবে আমি একটা জিনিস জানি, শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিন🦂ি ‘ক’ লিখতে পারতেন না। চণ্ডীর ‘চ’ লিখতেও পারতেন না। কিন্তু বিএ পাশ নরেন দত্ত তাঁর শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করেছিল।’ তাহলে কি অসীমবাবুর পায়ে এসে পড়েছে বিজেপি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।