দুয়ারে লোকসভা নির্বাচন। আর তাই জোরকদমে নেমে পড়েছেন শাসক–বিরোধী দলের নেতা–নেত্রীরা। এই আবহে তল্লাশি অভিযান রাজ্য–রাজনীতিতে বড় আকার ধারণ করেছে। একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতরের অফিসাররা। তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল নির্বাচনী ময়দানে। এবার হঠাৎ তল্লাশির জন্🎃য থামানো হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। রাজ্য পুলিশ কনভয়ে তল্লাশি চালাতে গেলে গাড়ি থেকে নেমে পড়েন নিশীথ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি জুড়ে দেন তিনি। নিশীথ প্রামাণিক দাবি করেন, তল্লাশি চালানোর গাইডলাইন আনতে হবে। তবেই অনুমতি দেবেন তিনি। পুলিশের দাবি, এটা রুটিন তল্লাশি।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি নিয়ে তাঁরা কেউ এমন আচরণ করেননি। বরং আপত্তি নেই বলেছিলেন। যদিও আইনি পদক্ষেপ করবেন বলেছেন অভিষেক। সেখানে নিশীথ প্রামাণিক রে রে করে রাস্তায় নেমে পড়লেন এবং তেড়ে গিয়ে বচসা শুরু করেন। আজ, মঙ্গলবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালান পুলিশ এবং নির্বাচন কমিশনের অফিসাররা। তখন এই তল্লাশিতে বাধা দেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আজ বি🐲কেলে দেওয়ানহাট এলাকায় তল্লাশি চালাতে গেলে তুমুল চিৎকার জুড়ে দেন তিনি। তার পর নিশীথের কনভয় এবং গাড়িতে তল্লাশি শেষ করে নির্বাচন কমিশন এবং পুলিশ।
আরও পড়ুন: বিজেপি প্রার্থীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকে ঘিরে বিক্ষোভ–মারধরের অভিযোগ, ঝা✱ড়গ্রামে রণক্ষেত্র চেহারা
অন্যদিকে নিশীথ প্রামাণিক বাড়ি থেকে বেরিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিলেন। তখনই মাঝপথে তাঁর কনভয় থামানো হয়। তল্লাশিতে বাধা হয়ে দাঁড়ায় নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীরা। তাঁরা জানান, নিশীথ প্রামাণিক একজন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর গাড়িতে 𝔉এভাবে তল্লাশি করা যায় না। সে কথায় কর্ণপাত না করে পুলিশ তল্লাশি শুরু করলে গাড়ি থেকে নেমে আসেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘তল্লাশির জন্য আগে গাইডলাইন নিয়ে আসুন। তাহলে আমার কোনও অসুবিধা নেই।’ পাল্টা পুলিশ বলতে থাকে তাঁরা এভাবে মন্ত্রীর গাড়িতে তল্লাশি করেই থাকে🐈ন।