লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রকৃত ছবিটা কেমন? জাতীয় রাজনীতির অলিন্দে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ সামনে লোকসভা নির্বাচন। দেশের তামাম বিরোধী দলগুলি এক⭕ছাতার তলায় এসেছে। কিন্তু কিছু কেন্দ্রে সমঝোতা হয়নি। আবার বেশিরভাগ কেন্দ্রে সেটা সম্ভব হয়েছে। তবে এই আবহে কংগ্রেস ও সমাজবাদী পার্টি যেভাবে এগিয়ে এসে নিজেদের কেন্দ্র ছেড়ে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে সমর্থন করেছে তাতে ইন্ডিয়া জোট মজবুত বলেই ম༺নে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সমর্থনের ছবি দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে। যা রাজনীতির ময়দানে অনেকটাই বিরল।
এই লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সমর্থন করেছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আরবি প্রজাপতি☂কে। যিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। এখানে প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি। মীরা যাদবকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি। কিন্তু একসপ্তাহ আগে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। আর তারপরই পরিকল্পনা༒ করে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সমর্থন করে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে আসন সমঝোতা হয়েছিল দুই পার্টির। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আসনটি ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সার্বিক ইন্ডিয়া জোটের ছবি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার, বিজেপির সভায় হামল💯ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ
এদিকে মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্র বাদ দিলে বাকি ২৮টি আসনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করছে। পান্না জেলার কালেক্টর তথা রিটার্নিং অফিসার সুরেশ কুমার বাতিল করে দেন মীরা যাদবের মনোনয়নপত্র। তাঁর পক্ষ থেকে দাবি করা হয়, মনোনয়নপত্র অসম্পূর্ণ। তাই বাতিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে মীরা যাদব আদালতে গেলেও কোনও পিটিশন ফাইল করেননি। তবে সোমবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ঘোষণা করে যে, ত𒐪ারা ফরওয়ার্ড ব্লক প্রার্থী আরবি 🐻প্রজাপতিকে ওই আসনে সমর্থন করবেন। এখানে বিজেপি প্রার্থী করেছে রাজ্য সভাপতি ভিডি শর্মাকে।