আজ, শনিবার, ৬ এপ্রিল দেশের ক্ষমতাসীন দল বিজেপির ৪৫ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দলীয় পতাকা তোলেন এবং শ্র๊দ্ধা জানান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে দীনদয়াল উপাধ্যায়কে। নয়াদিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এখানে জেপি নড্ডা ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হয়ে চꦆলেছে বলে ফিরিস্তি শোনান। যা কার্যত লোকসভা নির্বাচনের প্রচারে পরিণত হয়। দলের প্রতিষ্ঠা দিবসে এভাবে নির্বাচনী প্রচার বেমানান বলেই মনে করছেন অনেকে।
এদিকে দলের প্রতিষ্ঠা দিবস দেশজুড়ে বিজেপির কর্মী–সমর্থকরা উৎসাহের সঙ্গে পালন করছেন। সামনেই লোকসভা নির্বাচন। তাই সবাইকে বাড়তি ভোকাল টনিক দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এই বছর উল্লাসের বহর আরও দ্বিগুণ। আজকের এই সাফ♍ল্যের পিছনে রয়েছে দীর্ঘতম ইতিহাস। ১৯৮০ সালের ৬ এপ্রিল বিপুল কর্মীদের উপস্থিতিতে দলের প্রথম সভাপতি নির্বাচিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি বলেছিলেন, অন্ধকার কেটে যাবে। সূর্য উঠবেই এবং কমল ফুটবেই। সে কথা আজ আর বড় করে বলা হয়নি। তবে অতীতে নেতাদের ত্যাগ এবং অবদানের কথা শুনিয়েছেন নড্ডা।
আরও পড়ুন: ‘পিছনে নেই ইন্দি, ভজ গোবিন্দি’, ডায়মন্ডহারবার🌃 নিয়ে নওশাদকে কড়া বার্তা ফিরহাদের
অন্যদিকে সাংবাদিক বৈঠকে জেপি নড্ডা সেই সামনে নিয়ে এলেন—৩৭০ ধারা বাতিল, রামলালার প্রাণ প্রতিষ্ঠা🅰, তিন তালাকের অবসান–সহ সবকা সাথ সবকা বিশ্বাস। আসলে লোকসভা নির্বাচন সামনে বলেই এইসব কথা তুলে ধরেন নড্ডা। আর তখনই রাজনীতির সঙ্গে জড়িয়ে যায় ধর্ম। বিরোধীরা যা নিয়ে বারবার সরব হয়েছেন। আর আজ নিজের এক্স হ্যান্ডেলে জেপি নড্ডা লেখেন, ‘লাগাতার প্রচেষ্টা, প্রতিশ্রুতি পূরণ এবং কর্মীদের আত্মত্যাগে আজ বিজেপি বিশ্বের সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে। এই সংগঠন নেতা–কর্মীদের অনুপ্রাণিত করে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং দৃঢ়তা দিয়ে। মোদীর নেতৃত্বে ভারত মাতার সামগ্রিক উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে। ভারত এখন ঐতিহাসিক সংস্কারের সাক্ষী।’
তবে পার্টির কথা বারবার তুলে ধরেন নড্ডা। পরিষেবা, সুশাসন, গরিবের কল্যাণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ‘বিজেপি কর্মীরা আসন্ন লোকসভা নির্বাচনে অভূতপূর্ব বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার নিয়ে।’ জেপি নড্ডা আজ শপথ নেন রাজ্যসভার সাংসদ হিসাবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘🍷যাঁদের অসামান্য ত্যাগ এবং নিষ্ঠা ছাড়া এই দল আজ এই জায়গায় পৌঁছতে পারত না, আজ আমি তাঁদের স্মরণ করছি। আমাদের দল দেশবাসীর অতি প্রিয় হয়েছে। কারণ আমরাই একমাত্র দল, যারা দেশ ও জাতিকে অগ্রাধিকার দিয়েছি।’