তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের পোস্টের পরই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের আটজন নেতা–কর্মীকে তলব করল এনআইএ। এই এনআইএ’র এক উচ্চপদস্থ🌃 অফিসারের সঙ্গে বিজেপির দুই প্রার্থীর গোপন বৈঠক হয়েছে। নিউটাউনে গোপন বৈঠক হয়েছে এবং নিজাম প্যালেসেও গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেন কুণাল। তা নিয়ে তদন্ত করার দাবি জানান এনআইএ–কে। কিন্তু দেখা গেল, আগামীকাল শনিবার ওই আটজন তৃণমূল কংগ্রেস নেতাকে এনআইএ’র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এনআইএ সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস নেতা নবকুমার পাণ্ডা, সুবীর মাইতি, মানব কুমার পড়ুয়া–সহ আটজনকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের শনিবার সকালে কলকাতার এনআইএ দফতরে তলব করা হয়েছে। এই নোটিশের আগেই এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ বিজেপি ও এনআইএ’র এক অফিসার মধ্যে গোপন আঁতাতের অভিযোগ এনেছেন। কুণালের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেফতার করতেই এনআইএ কর্তার বাড়িতে গোপন বৈঠক করেছেন বিজেপির দুই প্রার্থী। কুণাল দাবি করেন, শনিবারই আবার তৃণ𒁏মূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেফতার করতে তৎপর হতে পারে এনআইএ।
আরও পড়ুন: ‘দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ ꦇবেরবে’, চড়া স🎶ুরে আক্রমণ করলেন লকেট
অন্যদিকে এক্স হ্যান্ডেলে লেখার পর এই নোটিশ দিয়ে তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই এনআইএ’র এই নোটিশ♛ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এনআইএ সূত্রে খবর, গত বৃহস্পতিবার ওই আটজন তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করা হয়েছিল। তাঁরা তলব এড়িয়ে যাওয়ায় আবার নোটিশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এটাকে এত সহজভাবে দেখতে নারাজ। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীদের গ্রেফতার করার ছক কষা হয়েছে। এটাই মনে করছে তৃণমূল। তবে কুণালের পোস্ট এবং এনআইএ’র নোটিশ কাকতালীয় বলে মানতে নারাজ ঘাসফুল শিবির।