লোকসভা নির্বাচন এখন দুয়ারে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরকদমে নেমে পড়েছেন। যদিও বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। তবে ইন্ডিয়া জোটে তাঁর দল আছে বলে বারবার সভা থেকে বলে থাকেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অকপট স্বীকারোক্তি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এমনকী এই নির্বাচনে বাংলায় ৪২টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জিতবে বলেও মতপ্রকাশ করেন পি চিদম্বরম। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রশংসাও শোনা গেল তাঁর কণ্ঠে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পি চিদম্বꦍরম বাংলার মুখ্যমন্ত্রীকে ‘প্রধান খেলোয়াড়’ বলেও উল্লেখ করেন।
এদিকে বিজেপি বিরোধী আওয়াজ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলতে দেখা গিয়েছে। প্রত্যেকটি সভা থেকে তিনি বলছেন এটা জুমলার সরকার। তাই এই সরকারকে অবিলম্বে সরানো দরকার। আর এমন পরিবেশে পি চিদম্বরম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যা🧸য় এই লোকসভা নির্বাচনের প্রধান খেলোয়াড়। তিনিই ইন্ডিয়া ব্লকের কাণ্ডারি। রাজ্যকে দুর্গের মতো করে আগলে রেখেছেন।’ ত﷽িনিই কি এবারের লোকসভা নির্বাচনের ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরমের বক্তব্য, ‘আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।’
আরও পড়ুন: তিন ইঞ্জিনিয়ারক🐽ে সাসপেন্ড করল কಌলকাতা পুরসভা, গার্ডেনরিচ বিপর্যয়ের জের
অন্যদিকে পি চিদম্বরমের এই কথা বেশ অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। কারণ বাংলায় কংগ্রেস জোট করেছে সিপিএম তথা বামেদের সঙ্গে। অধীর চৌধুরীর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে কংগ্রেস শীর্ষনেতার এমন বক্তব্য আঁতে ঘা লাগার সমান বলেই মনে করা হচ্ছে। তাছাড়া বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও মুখ খুলেছেন দেশের প্র𒁏াক্তন অর্থমন্ত্রী। চিদাম্বরমের কথায়, ‘হিন্দুধর্ম বা হিন্দুরা কোনও হুমকি বা বিপদের মুখে পড়েনি। বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের ‘রক্ষাকর্তা’ হিসাবে তুলে ধরার কাজই বিজেপি পরিকল্পিত কৌশলে করে যাচ্ছে।’