বিজেপির সংকল্পপত্রকে জুমলাপত্র বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিজেপির ইস্তেহারই প্রমাণ করছে মোদী কি গ্যারান্টি জিরো ওয়ারেন্টি। এই কথাগুলি এবার বলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কারণ লোকসভা নির্বাচনের প্রাক্কালে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ꦍডিরেক্টরেট এখনও পর্যন্ত সাড়ে ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই টাকা সাধারণ মানুষের টাকা। তিনি আইনি পরামর্শ নিচ্ছেন যাতে এই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়া যায়। এরপরই প্রকাশ করা হয়েছে বিজেপির ইস্তেহার। সেখানে এই কথা লেখা নেই। তাই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কোথায় গেল ৩ হাজার কোটি টাকা ফেরতের গ্যারান্টি? তাই আবার ধরা পড়ে গেল বিজেপির জুমলা। প্রমাণ হয়ে গেল মোদীর গ্যারান্🌼টি জিরো ওয়ারেন্টি। প্রতিশ্রুতি স্রেফ ভাঁওতা।
তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সামনে নিয়ে এসে এখন মানুষের কাছে প্রচার করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশের পর তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি তাদের এই ইস্তেহারকে সংকল্পপত্র না বলে জুমলাপত্র বলতে পারত। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘সংকল্প মানে তো প্রতিশ্রুতি। কিন্তু বিজেপির সংকল্প মানে জুমলা। গত ১০ বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি মোদী সরকার। অসম্পূর্ণ প্রতিশ্রুতি অর্থাৎ যা পূরণ হয়নি সেগুলি নিয়ে কী বলবে বিজেপি? কী বলবেন প্রধানমন্ত্রী? তাঁর গ্যারান্টি এখন চূড়ান্ত অসফল। ১৪টি গ্যারান্টি দিয়েছেন মোদীজি। ১৪টিরই বিরোধিতা করতে পারি আমরা। বিজেপির ইস্তেহারে ꦑনারীশক্তির কথা বলা হয়েছে। আর বাস্তবে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক বা সাংসদরা নারীদের সম্ভ্রম নিয়ে ছিনিমি🐷নি খেলছেন।’
আরও পড়ুন: ‘সিএএ দেশের ধর্মনিরপেক্ষ–বহুত্ববাদী সাংস্কৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’, কড়া বা𝓰র্তা অমর্ত্য সেনের