ভোটপ্রচারে ফের দুর্ঘটনাগ্রস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুর🌟্গাপুরে হেলিকপ্টারে ওঠার সময় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে𝓀 তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। তবে মুখ্যমন্ত্রীর চোট তেমন গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন: শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই ౠকি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন
পড়তে থাকুন: 'মমতা বন্দ্য♐োপাধ্যায়কে গ্রেফতꦚার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে'
শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা💜র সমর্থনে ২টি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেজন্য বেলা ১টা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টার🧔ে ওঠেন তিনি। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে তিনি মাথা নিচু করে হেলিকপ্টারে প্রবেশ করেন। হেলিকপ্টারের ভিতরে পা রাখতেই কোনও কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। গোটা ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
মুখ্যমন্ত্রী পড়ে গেলেও নির্দিষ্ট সময়েই আকাশে ওড়ে হেলিকপ্টারটি। কিন্তু মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কতটা আহত হয়েছেন তা নিয়ে উদ্বেগ ছড়🎃ায়। যদিও পরে জানা যায়, নির্দিষ্ট সময়ে কুলটিতে অবতরণ করেছে হেলিকপ্টার। সেখানে মঞ্চে পৌঁছেছেন তৃণমূলনেত্রী। আদিবাসী রমণীদের সঙ্গে নাচের তালে পা-ও মিলিয়েছেন। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কিছুটা কাটে।
আরও পড়ুন: শাহজাহানের ডেরায় সিবিআই তღল্লাশিতে পাওয়া গেল পুলিশ✅ের রিভলভার ও বিদেশি পিস্তল
গত কয়েক মাসে বেশ কয়েকবার আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ জানুয়ারি বর্ধমানে একটি সভা করে ফেরার পথে সভাস্থলের কাছেই জোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক। এতে🔯 মুখ্যমন্ত্রীর মাথা সামনে ঠুকে যায়। কপালে চোট পান তিনি। এর পর গত ১৪ মার্চ বাড়িতেই পড়ে কপাল ফেটে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে ও নাকে ৪টি সেলাই পড়ে তাঁর। এর মধ্যে ফের দুর্ঘটনার কবলে পড়লেন মুখ্যমন্ত্রী। তাঁর বার বার আহত হওয়ার ঘটনায় উদ্🅷বিগ্ন রাজ্যবাসী।