লোকসভা নির্বাচনে বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) জোট গঠন করে লড়বে বলেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে। তবে সেই জল্পনার অবসান ঘটালেন দলের সুপ্রিমো মায়াবতী। নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার জল্পনা উড়িয়ে মায়াবতী জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। একইসঙ্গে জোট গঠনের ভুয়ো খবর প্রচার করা থℱেকে বিরত থাকার জন্য সংবাদ মাধ্যমকে বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, জনগণকে সতর্ক থাকতে বলেছেন।
আরও পড়ুনঃ অভিন্ন দেওয়ান বিধি নিয়ে মায়াবতী কোন পক্ষে? বℱিজেপির ‘রাজনীতি’ নিয়ে সরব বহেনজি
নির্বাচনী জোট গঠন নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে শনিবার নিজের এক্স হ্যান্ডেল পোস্টে মায়াবতী লিখেছেন, ‘বিএসপি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং পূর্ণ শক্তি দিয়ে দেশের লোকসভা নির্বাচন লড়বে। নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠনের বিষয়টি গুজব এবং ভুয🔯়ো খবর।’ এদিকে, জোট গঠনের ভুয়ো খবর ছড়ানোর বিষয়ে রাজনৈতিক চক্রান্ত দেখছেন মায়াবতী। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভয় পেয়েছে। কারণ বিএসপি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই কারণেই তারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
মায়াবতী জানান, বহুজন সমাজের (এসসি/এসটি এবং সংখ্যালঘুদের🌃) স্বার্থের কথা মাথায় রেখে বিএসপি লোকসভা নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে এই ধরনের ভুয়ো খবর প্রচার না করার জন্🦹য আবেদন জানানোর পাশাপাশি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগেও মায়াবতী ঘোষণা করেছিলেন যে তাঁর দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দেবে না। কারণ জোটের অতীত অভিজ্ঞতা বিএসপি-র পক্ষে খুব ভালো ছিল না। তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে বিএসপি সুপ্রিমো কংগ্রেসের সঙ্গে জোট ঘোষণা করে শেষ মুহূর্তে বড় চমক দিতে পা💎রেন। ঠিক সেই ম꧑ুহূর্তে এমন ঘোষণা করলেন মায়াবতী।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে মায়াবতীকে যুক্ত করানোর চেষ্টা করেছেন বহু রাজনৈতিক নেতা। উত্তরপ্রদেশে কংগ্রেসের নেতাও আগে জানিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়া🌼ইয়ে বিএসপির জন্য দরজা খোলা আছে। মায়াবতীর দলের এক নেতাও ইন্ডিয়া জোটে যোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। তবে সেই সময়ও মায়াবতী একলা চলার কথা জানিয়েছিলেন। আর শনিবার নিজের এক্স হ্যান্ডেল পোস্টে আরও একবার জোটে যাওয়ার জল্পনা উড়িয়ে একা লড়াই করার বিষয়টি।