সন্দেশখালিতে তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে চক্রান্ত বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটিতে এক জনসভায় তিনি বলেন, এটাও হতে পারে যে ওনারা গাড়ি করে নিয়ে এসে 🦩দেখিয়েছে।
আরও পড়ুন: শাহজাহানের অস্ত্রভাণ্ডার লু𓆏কাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন
পড়তে থাকুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন 𓆏বলে ঘোষণা ক👍রতে হবে'
এদিন মমতা বলেন, ‘বলছে, তৃণমূল চোর। আপনি প্রমাণ দেখান। মহারাষ্ট্র, উত্তর প্রদেশের প্রমাণও নিয়ে এস। দেখাও বিহারের প🐻্রমাণ। আপনি সাড়ে তিনশ দল পাঠিয়েছেন। আমরা সব কিছু দেখিয়েছি। তার পরেও আপনি করেননি’।
চক্রান্তের তত্ত্ব খাড়া করে মমতা বলেন, ‘এখানে একটা চকোলে♎ট বোমা ফাটলেও আপনাকে CBI, NIA, NSG পাঠাতে হয়? যেন যুদ্ধ হচ্ছে। তাও একতরফা। রাজ্য পুলিশকে বলেওনি। কেউ জানে না কী কী পাওয়া গিয়েছে। কোথা থেকে পাওয়া গিয়েছে। এটাও হতে পারে যে ওনারা গাড়ি করে নিয়ে এসে দেখিয়েছে। কোনও প্রমাণ নেই যে ওগুলো ওই ঘরেই ছিল। আজও আসার আগে আমাকে সন্দেশখালির একটা ছোট ঘটনার খবর পেলাম𓄧। ওখানে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত করে রেখেছিল। ওরা ভাবে বোমা মেরে আর চাকরি খেয়ে ওরা ভোটে জিততে পারবে’।
আরও পড়ুন: শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পা🧸ওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল
শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্꧒লার বাড়ির মেঝে ভেঙে মোট ৭টি আগ্নেয়াস্ত্র পায় সিবিআই। তার মধ্যে ৩টি অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। এর মধ্যে পুলিশের একটি রিভলভারও রয়েছে। এছাড়া লাগোয়া একটি কাঁচা ঘর থেকে বিস্ফোরক উদ্ধার করে সিবিআই। সেজন্য ময়দানে নামানো হয় NSGর কম্যান্ডোদের। ঘটনার পর থেকেই একে চক্রান্ত বলে দাবি করতে থাকে তৃণমূল। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরের দেওয়া সূত্রের ভিত্তিতেই শুক্রবার তল্লাশি চালিয়েছে সিবিআই।