রাজনৈতিক ময়দান💞ে দ্বন্দ্বটা আছেই। তবে তার বাইরেও একটা সম্পর্ক তো থাকেই। আর আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ সেই সৌজন্যের সম্পর্ককেই যেন ভোটপর্বে ফের সকলের সামনে তুলে ধরলেন।
একেবারে ঝাঁ ঝাঁ দুপুর। সেই সময় প্রচারে বেরিয়েছেন মিতালি বাগ। প্রচার করতে করতে তিনি পৌঁছে গেলেন আরামবাগের বিজেপি বিধায়ক তথা আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বাড়ি। বিজেপি ও তৃণমূℱলের মধ্য়ে এলাকায় দ্বন্দ্ব কিছু কম নয়। তবে এদিন ভোট প্রচারে বেরিয়ে সেই বিপরীত শিবিরের নেতার বাড়িতেই হাজির তৃ🥀ণমূলের প্রার্থী।
তবে শুধু তিনি গেলেন এমনটাই নয়, বিমান ঘোষের বাবা মায়ের পায়🐎ে হাত দিয়ে প্রণামও করলেন তিনি। তাঁদের কুশল কামনা করেন তিনি।
এদিকে বিমান ঘোষ এলাকায় অত্যন্ত সক্রিয় বিজেপি নেতা। গত বিধানসভা ভোটে তাঁক♕ে রীতিমতো লড়াই করে এই আসনটি পেত𓆏ে হয়। আর সেই বিজেপি বিধায়কের বাড়িতেই হাজির তৃণমূলের প্রার্থী। এদিকে তাঁর বাড়িতেই মিতালিকে দেখতে পেয়ে নানা কথা রটতে থাকে।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের যখন বিরাট প্রতিপত্তি তখন মিতালী নেহাতই সাধারণ ঘরের মানুষ। মাটির বাড়িতে থাকেন তিনি। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের সদস্য। জেলা তৃণমূলের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে বেশ সক্রিয়ভাবেই পাওয়া যায়। সেই মিতালিই এবার তৃণমূলের প্রার্থী। অপরূপা পোদ্দারকে প্রার্থী ন🌼া করে সেখানে করা হ﷽য়েছে মিতালিকে।