প্রিয়াঙ্কা দেব বর্মন
ভোট গไণনার ঠিক আগের দিন বিশেষ মন্তব্য করলেন ত্রিপুরার সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানিয়েছেন, 'এবারের লোকসভা ভোটে পরাজিত হবে এনডিএ জোট। কিন্ত๊ু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অফিস ছেড়ে যাবেন না অত সহজে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তিনি আচরণ করতে পারেন। ট্রাম্প ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরেও চেয়ার ছাড়তে চাইছিলেন না।'আসলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কিছুতেই মানতে পারছিলেন না। তিনি দাবি করেছিলেন য𝄹ে ভোটের ফলাফল রিগিং করে করা হয়েছে।
সিপিএম নেতা জানিয়েছেন, ‘মানুষের বক্তব্য আর ভোট প্রক্রিয়া দেখে আমরা এটা নিশ্চিত যে বিজেপি এবার আর জয়ী হবে না। কি🍌ন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল( রবিবার) একটা মিটিং ডেকেছিলেন। সেখানে তিনি প্রথম ১০০ দিনের অ্য়াকশন প্ল্যান ঠিক করেছেন। পরের সরকারের অ্য়াকশন প্ল্যান তৈরি করেছেন তিনি। এটা নীতিগতভাবে ঠিক নয়। তিনি যদি জয়ের ব্যাপারে নিশ্চিতও থাকেন তবে এটা তিনি করতে পারেন না। এটা দেখে ও অন্যান্য বিষয়গুলি দেখে আমার মনে হচ্ছে তিনি হেরে গেলেও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন। ’
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন,' ২০১৯ সালে আগরতলার উমাকান্ত আকাদেমি চত্বরে এই ধরনের অনিয়ম করার চেষ্টা করা হয়েছিল। নজরদারির বিষয় ꦏথাকার পরেও এই ধরনের কাজ করা হয়েছিল। তিন দফা নজরদারি থাকার পরেও এই ধরনের কাজ করা হয়েছিল। '
তিনি জানিয়েছেন' মুখ্য নির্বাচন কমিশনার পুনীত আগরওয়ালকে গোটা গণনা প্রক্রিয়♉ায় কার্যকরী ভূমিকা নিতে হবে যাতে কোনও অ🌊যাচিত ঘটনা না হয়ে যায়।'
এদিকে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস ন🙈েতৃত্বের দাꦬবি, তারাই কেন্দ্রে সরকার তৈরি করবে।
আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপির আগরতলা সদর দফতরে এদিন মিটিং করেন বলে খবর। বিজেপির মুখপাত্র জানিয়েছেন, প্রত্যেক নেতা কর্মীকে বলা হয়🤡েছে তারা যেন ভোট গণনার পরেও শান্তিশৃঙ্খলা বজায় রাখেন।
এদিকে বিজেপির মু🎶খপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, আমরা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্য নিয়ে কোনও মন্তব্য করব না। তাঁর মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার।
সব মিলꩵিয়ে রাত পোহালেই নির🦩্বাচন। তার আগে ভোট গণনায় কী ফলাফল উঠে আসে তা নিয়ে তীব্র কৌতুহল তৈরি হয়েছে সর্বত্র।