সোমবার, ২০ মে মুম্বইয়ের সবকটি লোকসভা আসনে ভোটগ্রহণ। মুম্বই শহর ও মুম্বই শহরতলিতে মোট ছয়টি লোকসভা আসন রয়েছে। এগুলি হল মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য এবং মুম্বই দক্ষিণ। এই ছয়টি আসনে প্রায় ১২০ জন প্রার্থী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুম্বই উত্তর আসনে ১৯ জন, মুম্বই নর্থ ওয়েস্ট থেকে ২১ জন, মুম্বই নর্থ ইস্ট থেকে ২০ জন, মুম্বই নর্থ সেন্ট্রাল আসনে ২৭ জন, মুম্বই সাউথ-সেন্ট্রাল আসনে ১৫ জন এবং মুম্বই দক্ষিণ আসনে ১৪ জন প্রার্থী রয়েছেন। মুম্বইয়ের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রধান রাজনৈতিক দলগুলি হল ভারতীয় জনতা পার্টি, শিবসেনা, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এবং কংগ্রেস। মুম্বইয়ের ছয়টি লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে লড়ছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। (আরও পড়ুন: ভোটে জেতার ৬ মাসের মধ্যে ভা🍸রতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, দাবি আদিত্যনাথের)
আরও পড়ুন: লখনউ থেকে চিনুক চ✨পারের মডেল কি সত্যি চুরি গিয়💮েছে? মুখ খুলল কেন্দ্রীয় সরকার
আরও পড়ুন: ভোটের মাঝে দেশে বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি! শু🌳ধু বাংলার অঙ্কেই ঘুরবে মাথা
- মুম্বই উত্তর: পঞ্চম পর্বে সকলের নজর থাকবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের দিকে। যিনি প্রথমবার মুম্বই উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অভিনেতা-রাজনীতিবিদ ভূষণ পাটিলের বিরুদ্ধে লড়ছেন।
- মুম্বই উত্তরমধ্য: পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম এই আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি আজমল কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিকম মুম্বাই আঞ্চলিক কংগ্রেস কমিটির সভাপতি বর্ষা গায়কওয়াড়ের বিরুদ্ধে লড়বেন।
- মুম্বই দক্ষিণ: মুম্বাই দক্ষিণে শিবসেনা (ইউবিটি) এর বর্তমান সাংসদ অরবিন্দ সাওয়ান্ত লড়বেন একনাথ শিন্ডের শিবসেনা যামিনী যাদবের বিরুদ্ধে। এর আগে এই আসন থেকে দু'বার মিলিন্দ দেওরাকে হারিয়েছিলেন অরবিন্দ সাওয়ান্ত।
- মুম্বই দক্ষিণমধ্য: মুম্বই দক্ষিণমধ্য নির্বাচনী এলাকায় দুই 'পুরনো বন্ধুর' মধ্যে লড়াই। একনাথ শিন্ডের শিবসেনার মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ রাহুল শেওয়ালে এই আসনে লড়বেন শিবসেনা ইউবিটি প্রার্থী এবং প্রাক্তন সাংসদ অনিল দেশাইয়ের বিরুদ্ধে।
- মুম্বই উত্তরপশ্চিম: মুম্বই উত্তর-পশ্চিমে শিবসেনার রবীন্দ্র ওয়াইক শিন্ডে শিবিরের হয়ে লড়বেন উদ্ধবপন্থী অমল কীর্তিকরের বিরুদ্ধে লড়াই করেছেন, যিনি শিবসেনার দুইবার বসা ছেলে। সাংসদ গজানন কীর্তিকর।
- মুম্বই উত্তর-পূর্ব আসন: মুম্বাই উত্তর-পূর্ব আসনে প্রাক্তন এনসিপি সাংসদ সঞ্জয় দীনা পাটিল শিবসেনা (ইউবিটি)-র টিকিটে লড়বেন বিজেপির মিহির কোটেচার বিরুদ্ধে।