মনোনয়নপত্র জমা দেওয়ার ‘ডেডলাইন’ শেষ হওয়ার দু'দিন আগে দার্জিলিঙের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে গোর্খা নেতা মুনিশ তামাংকে টিকিট দেওয়া হয়েছে। যিনি সপ্তাহদেড়েক আগেই কংগ্রেসে যোগদান করেছেন।ജ তারপর থেকেই জল্পনা চলছিল যে তাঁকে প্রার্থী করা হতে পারে। তাঁকে প্রার্থী করার পক্ষে মত ছিল না প্রদেশ কংগ্রেসের একাংশের। তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিনয় তামাংও। কংগ্রেস সূত্রের খবর, দিল্লির কাছে সেই বার্তাও পৌঁছানো হয়েছিল। শেষপর্যন্ত মুনিশকেই প্রার্থী করা হয়েছে। সেই পরিস্থিতিতে বিনয়ের অবস্থান কী হয়, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
গত ২৪ মার্চ🍷 মুনিশ যখন দ🃏িল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দেন, তিনি বলেন, ‘আমায় এমন একটা দলে যোগদান করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। যে দলটা ভারতের ধারণায় বিশ্বাস করে।’ সেইসঙ্গে তিনি জানান, গত কয়েক বছর ধরে দার্জিলিঙের গোর্খারা বিজেপির উপর আস্থা রেখেছিলেন। কিন্তু সেটার পরিবর্তে গোর্খাদের স্রেফ ভ্রান্ত করা হয়েছে। শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি জুটেছে। বিজেপির সঙ্গে যে ১৫ বছর ছিলেন গোর্খারা, সেটার নিটফল শূন্য হয়েছে। তাই কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেন মুনিশ।
দেশের আরও ১৬টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
মঙ্গলবার দার্জিলিং ছাড়াও নয়া প্রার্থ꧂ীতালিকায় দেশের আরও ১৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ🌳্রেস। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে ওয়াইএস শর্মিলা রেড্ডি। যিনি অন্ধ্রপ্রদেশের মুুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বোন। বিহারের কাটিহার থেকে তারিক আনোয়ারকে টিকিট দেওয়া হয়েছে। যে আসন থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষপর্যন্ত তারিকের ভাগ্যে শিঁকে ছিড়েছে।
সবম🎃িলিয়ে সপ্তম দফায় অন্ধ্রপ্রদেশের পাঁচটি আসন, বিহারের তিনটি আস♐ন, ওড়িশার আটটি আসন এবং পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বিহারের কিষানগঞ্জ, কাটিহার এবং ভাগলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ওড়িশার কোরাপুট, কান্ধামাল, কালাহান্ডির মতো একাধিক লোকসভা আসন থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।