ওড়িশায় লোকসভা এবং বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হল। একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হবে। নির্বাচন কমিশনের ত💮রফে জানানো হয়েছে, গতবারের মতো এবারও চারটি দফায় ভোটগ্রহণ হবে ওড়িশায়।আগামী ১৩ মে, আগামী ২০ মে, আগামী ২৫ মে এবং আগামী 🃏১ জুন ভোটগ্রহণ হবে। গতবার ওড়িশায় চারটি দফায় ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল।
ওড়িশার লোকসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গে যতগুলি লোকসভা আসন আছে, সেটার ঠিক অর্ধেক লোকসভা কেন্দ্র আছে ওড়িশায়। ন🍸ির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওড়িশায় মোট ২১টি লোকসভা কেন্দ্র আছে। চারটি আসন সংরক্ষিত হল তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য। তফসিলি জাতির জন্য সংরক্ষিত হল চারটি আসন।
১) বারগড়।
২) সুন্দরগড় (তফসিলি উপজাতি)।
৩) সম্বলপুর।
৪) কেওনঝড় (তফসিলি উপজাতি)।
৫) ময়ূরভঞ্জ (তফসিলি উপজাতি)।
৬) বালাসোর।
৭) ভদ্রক (তফসিলি জাতি)।
৮) জাজপুর (তফসিলি জাতি)।
৯) ধেনকানাল।
১০) বোলাঙ্গির।
১১) কালাহান্ডি।
১২) নবরঙ্গপুর (তফসিলি উপজাতি)।
১৩) কান্ধামাল।
১৪) কটক।
১৫) কেন্দ্রপাড়া।
১৬) জগৎসিংপুর (তফসিলি জাতি)।
১৭) পুরী।
১৮) ভুবনেশ্বর।
১৯) আসকা।
২০) বেহরমপুর।
২১) কোরাপুট (তফসিলি উপজাতি)।
২০১৯ সালের ওড়িশায় লোকসভা নির্বাচনে ফলাফল
গতবার লোকসভা নির্বাচনে ওড়িশায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ১২টি আসনে জিতেছিল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। একধাক্কায় কমেছিল আসন সংখ্যা। ভালো ফল করেছিল বিজ🍷ে🥀পি। গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল আটটি আসন। একটি আসনে জিতেছিল কংগ্রেস।
অন্যদিকে,𝓰 ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পুরো দেশে নরেন্দ্র মোদী ঝড় উঠলেও ওড়িশায় দাপট দেখিয়েছিল বিজেডি। ২১টি আসনের মধ্যে ২০টি আসনেই জি♑তেছিল। শুধুমাত্র সুন্দরগড় আসনে জিতেছিল বিজেপি।
ওড়িশার বিধানসভা নির্বাচন
ওড়িশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য কমপক্ষে ৭৪টি আসনে জিততে হবে কোনও দলকে। ২০১৯ সালে ১১২টি আসনে জিতেছিল বিজেডি। বিজেপি জিতেছিল ২৩টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ন'টি আসন গিয়েছিল। একটি আসন গিয়েছিল বামেদের ঝুলিতে। ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল ত𝔉ৃণমূল 𒐪কংগ্রেস। সব আসনেই জামানত জব্দ হয়েছিল। অন্যদিকে, ২০১৪ সালে ১১৭টি আসনে জিতেছি বিজেডি। ১৬টি আসনে জিতেছিল কংগ্রেস। ১০টি আসনে জিতেছিল বিজেপি।