বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সর🦂কারে বহিরাগত তত্ত্ব নিয়ে ওড়িশার বিজেডি সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, ওড়িশার পরিচয় (অস্মিতা) এবং ভাষা হুমকির মুখে। আর যাকে নিয়ে এই অভিযোগ তুলে আসছে বিজেপি এবার সেই প্রাক্তন আইএএস অফিসার তথা বিজেডির তারকা প্রচারক ভি কে পান্ডিয়ান পালটা জবাব দিলেন বিজেপিকে।
আরও পড়ুনঃ চাকরি ছেড়ে দলে যোগ মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির, 𓃲রাজনীতিতে প্রাক্তন IAS
পান্ডিয়ান বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘এই ধরনের হুমকি নিশ্চয় থাকতে পারে🎶। কারণ বিজেপি সরকার ওড়িয়া সংস্কৃতির প্রদর্শন বা রাজ্যের কিংবদন্তিদের সম্মানিত করার জন্য সামান্য কাজ করেছে মাত্র।’ উল্লেখ্য, নড্ডা তামিলনাড়ুর বাসিন্দা পান্ডিয়ানের কথা উল্লেখ করে কটাক্ষ করে বলেছিলেন, ওড়িশাཧ সরকারে বহিরাগতদের আনার চেষ্টা করা হচ্ছে। এনিয়ে তিনি ওড়িশার মানুষজনকে সতর্ক করেন।
প্রসঙ্গত, পান্ডিয়ানকে ওড়িশা▨র মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উত্তরসূরি বলে মনে করা হয়। তিনি একটি ইংরেজি দৈনিককে জানান, তিনি নিজেকে পট্টনায়কের মূল্যবোধের উত্তরসূরি হিসাবে বিবেচনা করেন। ওড়িশার প্রতিটি যুবকের মতোই তাঁর ভাবনা। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ওড়িশার মানুষের কাছে উত্তরাধিকার নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি সর্বদা মনে করেন যে ওড়িশার মানুষ তাঁদের নিজদের উত্তরসূরি নির্বাচন করবেন। তিনি আমার গুরু এবং তিনিই সিদ্ধান্ত নেবেন যে আমার কী ভূমিকা পালন করা উচিত।’