ভোট গণনা প্রভাবিত করার চেষ্টা হতে পারে। সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর এবার বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থা করার পাশাপাশি বাধা দেওয়া෴ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আর এরজন্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। ঘটনায় তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন।
আরও পড়ুন: TMC MLA, পুরপিতাদের গণনাকেন্দ্রে ঢুকতে দেবেন 💎না, কমিশনকে চিঠি অর্জুনের
এক্স হ্যান্ডেল পোস্টে বিজেপি প্রার্থী আশঙ্কা প্রকাশ করেছেন, পুলিশের মদতে আগামীকালের গণনায় ক🍰ারচুপি করা হতে পারে। এছাড়া পুলিশের সাহায্যে বিজেপির পোলিং এজেন্টদের গণনা কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তৃণমূল। অর্জুনের এই পোস্টের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বারাকপুর কেন্দ্রটি। অন্যান্য বারের নির্বাচনে এই কেন্দ্রে হিংসার ঘটনা ঘটলেও এবার এই কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। তবে গণনার আগে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেখানে। আগামীকাল বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা হবে এই কেন্দ্রে। বিজেপি প্রার্থীর অভিযোগ, এদিন তৃণমূল গণনা কেন্দ্রে যাতে বিজেপি এজেন্টরা ঢুকতে না পারে তার জন্য সবরকমের চেষ্টা করবে। তাতে পুলিশ তৃণমূꦜলকে সাহায্য করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনকে এবিষয়ে চিঠিও দিয়েছেন অর্জুন সিং।
এক্সে পোস্টের পর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বারাকপুরের বেশ কিছু পুলিশ আধিকারিক তৃণমূলের সঙ্গে বৈঠক করেছে। কীভাবে বিজেপির 🍰পোলিং এজেন্টদের গণনা কেন্দ্রে যাওয়া থেকে বাধা দেওয়া যায় সেবি꧃ষয়ে পরিকল্পনা তারা সেরে ফেলেছে।’ তাঁর আশঙ্কা, ‘আমাদের এজেন্টদের রাস্তাতেই নাকা চেকিংয়ের নামে আটক করার চেষ্টা করা হতে পারে।’
এর আগেও তিনি ভোট গণনায় কারচুপি করা হতে পারে এমন অভিযোগ তুলে তৃণমূলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট ছাড়া তাদের আর কাউকে যাতে কেন্দ্রের ভিতরে ঢুকতে না দেওয়া হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন অর্জুন সিং। আর এবার বিজেপির এজেন্টদের বাধা 🍬দেওয়া হতে পারে বলে আশঙ্কা করলেন। তিনি বলেন, ‘পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। কিন্তু, তাদের বোঝা উচিত আগা𓆉মী দিনে যখন সরকার থাকবে না তখন তাদের কী হবে।’