উত্তর ভারত জুড়ে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানের পারদ রোজ নতুন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এরই মাঝে অবশ্য চলছে লোকসভা নির্বাচন। শেষ দফার ভোটগ্রহণ বাকি আছে দেশে। আর এর জন্যে স্লগ ওভারের প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। তেমনই ভাবে মঙ্গলবার উত্তরপ্রদেশের দেওরিয়াতে একটি জনসভায় ভাষণ রাখছিলেন রাহুল গান্ধী। মঞ্চে ভাষণ দিতে দিতেই রাহুল গান্ধী বলে ওঠেন, 'খুব গরম লাগছে'। এরপর তাঁর হাতের সামনে থাকা একটি জলের বোতল থেকে নিজের মাথাতে জল ঢালেন তিনি। (আরও পড়ুন: ষষ্ঠীতে 'জয়ী' নারীশক্তি,🐠 বাংলার কোন কোন আসনে মহিলা ভোটেরাররা ঘোরালেন ভোট অঙ্🐻ক?)
আরও পড়ুন: ৬ দফায় TMC'র ঝুলিতে ২৩ আসন না, এসেছে… অভিষেকের হিসেবে 'গরমিল' খুঁজে প🥀েলেন দিলীপ
আরও পড়ুন: লোকসভা ভোটের শেষ দফায় 𒀰বাংলায় কত আসন পাবে BJP? মো༺দীর সফরকাল অঙ্ক কষলেন সুকান্ত
উল্লেখ্য, এর আগে শীতকালে রাহুল গান্ধী প্রবল ঠান্ডায় কোনও সোয়েটার বা জ্যাকেট না পরে উত্তর ভারতে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল। তবে সেই রাহুল গান্ধী গরম সহ্য করতে পারলেন না। বাঁশগাওঁয়ের কংগ্রেস প্রার্থী সদল প্রসাদের হয়ে প্রচারে গিয়ে নিজের মাথায় জল ঢাললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। গতকাল ভাষণ দিতে দিতেই রাহুল মাইকের পাশে থাকা জলের বোতল হাতে তুলে নিয়ে এক ঢোক জল খান। এরপর তিনি বলেন, 'অনেক গরম লাগছে।' এই বলে তিনি সেই বোতল থেকেই নিজের মাথায় জল ঢেলে দেন মঞ্চের ডায়াসে দাঁড়িয়েই। (আরও পড়ুন: ১৯-র অঙ্ক 🅘হারিয়ে দিল ২৪-এর বাংলাকে, সামনে এল ভোট ষষ্ঠীর ৮ আসনের নয়া🥃 পরিসংখ্যান)
প্রসঙ্গত, তীব্র দাবদাহে কার্যত জ্বলে পুড়ে যাচ্ছে রাজধানী দিল্লি এবং পাশের রাজ্যগুলি। মঙ্গলবার ২৮ মে দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রির দোরগোড়ায় (৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। এদিকে, গোটা দেশের উত্তর প্রান্তের একাধিক জায়গায় তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়ে গিয়েছে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি- এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ২৯ মে থেকে ৩০ মে পর্যন্ত তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। (আরও পড়ুন: TDS নিয়ে নয়া নয়া আপডেট আয়কর দফতরের, 'ডবল শাস্তিতে' মাথায় হাত পড়বে করদাতাদ♛ের!)
আরও পড়ুন: ১ জুন থেকে গাড়ির লাইসেন্স পাওয়ার নিয়ম বদ🎉লাচ্ছে, বেসরকারিকরণেও থাকছে কড়াকড়ি
মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পঞ্জাবে ৫ থ൩েকে ৭ দিন ধরে তাপপ্রবাহ চলছে। এদিকে পশ্চিম ভারতে গুজরাটে ৯ থেকে ১২ দিন তাপপ্রবাহ চলেছে। মৌসম ভবনের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, পর পর দু’দিন রাজস্থানের ফ🙈লোদীতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। তাপপ্রবাহের জেরে শুধুমাত্র রাজস্থানেই গত চার দিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের।