লোকসভা ভোটের আবহে সম্প্রতি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো ধর্মী প্রতিষ্ঠানের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরপরই আবার এক জমি বিবাদের ঘটনায় শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর হামলা হয়েছিল। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিল রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠে মিশনের সদর দফতরে সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ দাবি করেন, মঠ ও মিশনের ভক্তদের কোনও মহারাজই রাজনৈতিক নির্দেশ দেন না বা ফতোয়া জারি করেন না। তিনি জানান, মিশনের অনুগামীরা স্বাধীনভাবে নিজেদের পছন্দের দলকে ভোট দেন। মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশনের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থ ভাবে মানব সেবায় নিযুক্ত থাকা। (আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী? ভোট পঞ্চমীতে বাংলার আসনভিত্তিꦛক নির্বাচনী অঙ্ক এল সামনে)
আরও পড়ুন: 'BJP ৩৭০ আসন ꦏনা জিতলে...', শেয়ার বাজার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
আরও পড়ুন: ৫ দফায় ৩১০ আসন জেতার দাবি শাহের, 'লক্ষ্যে' পৌঁছতে কোন অঙ্ক মেলাতে হবে BJPꦛ-কে?
এর আগে নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কথা বলার অভিযোগ করে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রামকৃষ্ণ মিশনকেও 'কাঠগড়ায়' তুলেছিলেন। পরে অবশ্য সুর নরম করেছিলেন মমতা। তবে ১৮ মে তাঁর যে ভাষণ ঘিরে এই বক্তব্য, তাতে তিনি বলেছিলেন, 'সব সাধু এক হন না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে... কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরেই আছেন। কিন্তু যে লোকটা বলে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না... সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছে।' (আরও পড়ুন: নিখো💧ঁজ বাংলাদেশি সাংসদের দেহ উদ্ধার নিউটাউনে, মৃত্যুর কারণ ঘিরে চরমে রহস্য)
আরও পড়ুন: শ্লীলতাহানি কাণ্ডে থানায় হাজিরা রাজভ🉐বন 🐼কর্মীদের, বয়ানে বিস্ফোরক দাবি ৩ জনের
এরপর মমতা আরও বলেছিলেন, 'কে কে এই সব করছে, আমি তাদের চিহ্নিত করছি। আমি রামকৃষ্ণ মিশকে কোন সাহায্যটা করিনি। সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, তখন আমি সমর্থন করেছিলাম আপনাদের। সিপিএম কিন্তু তখন আপনাদের কাজ করতে দেয়নি। আর আসানসো✃লে একটি রামকৃষ্ণ মিশন আছে... দিল্লি থেকে নির্দেশ আসে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয়। কেন সাধুরা এই কাজ করবেন? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। ওদের যারা মেম্বার হয়, দীক্ষা নেয়, তারা আছে। তাদের আমি ভালবাসতে পারি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনও দিনও। এটা আমি জানি। তা হলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না, আপনাদের এই মেয়েটা যদি না থাকত।'