প্রার্থী ঘোষিত হওয়ার কয়েকদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিলেন লালু প্রসাদ যাদবের কন্যা তথা বিহারের পাটুলিপুত্রের আরজেডি প্রার্থী মিসা ভারতী। তিনি বলেছেন, ‘যদি এনডিএ ক্ষমতায় না আসে তাহলে প্রধানমন্ত্রী জেলে যাবেন।’ তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই মন্তব্য থেকে সরে দাঁড়ালেন আরজেডি প্রার্থী। তিনি এমন মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দা💮বি করেছেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এর জন্য তিনি পালটা বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। এটিকে তিনি ‘বিজেপির এজেন্ডা’ বলে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: ‘মানুষ ইন্ডিয়া জোট༺কে সুযোগ দিলে প্রধানমন্ত্রী জেলে থাকবেন’, হুঁশিয়ারি মিস🌼া ভারতীর
তিনি বলেন, ‘আমি কখনই প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলিনি। আমি বলেছিলাম দুর্নীতিবাজরা জেলে যাবে। সংবাদ মাধ্যম আমার সম্পূর্ণ মন্তব্য প্রচার করার পরিবর্তে একটি ক্লিপ বিকৃত করে প্রচার করেছে। এটি বিজেপির এজেন্ডা।’ লালু কন্যা আরও বলেছিলেন, ‘আমরা এমএসপি বাস্তবায়নের কথা বলছি এবং তিনি (প্রধানমন্ত্রী মোদী) এতে অন্য উদ্দেশ্য দেখেন। তিনি যখনই বিহারে আসেন তখনই তিনি আমাদের পরিবার নিয়ে দুর্নীতির অভিযোগ করেন। এদেশের মানুষ যদি ইন্ডিয়া জোটকে সরকার গঠনের ☂সুযোগ দেয় তাহলে দুর্নীতিবাজরা জেলে যাবেন।’
তার মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ তাঁকে এমন বিবৃতি না দেওয়ার জন্য সতর্ক করেছেন। অভিযোগ করেন, লালুর পরিবার সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্থ। হতাশা থেকে আরজেডি নেত্রী এমন কথা বলেছেন। এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রীর পদ অত্যন্ত সম্মানজনক। দেশ💖 থেকে কিছুই গোপন নেই। মিসার বাবা পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন।