নদিয়ার চাপড়ায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়ের হয়ে ভোটপ্রচারে গিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি দ🍒াবি করেন, চিটফান্ডের সব থেকে বড় সুবিধাভ🎶োগী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সব চুরিতেই যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার।
আরও পড়ুন: কত আয় করেন সুকান্ত মজুমদার? কত টাক✃ার গাড💟়ি! সম্পত্তি কি বিরাট? সবটা জেনে নিন
মমতাকে আক্রমণ শুভেন্দুর
এদিন শুভেন্দু বাবু বলেন, ‘আগে মমতা বন্দ্যোপাধ্যায়ক💮ে গ্রেফতার করা উচিত। কারণ, সারদা কাণ্ডে সব চাইতে বড় বেনিফিসারি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য তিন কোটি মানুষ চিটফান্ডে প্রতারিত হয়েছেন। পাশাপাশি কয়লা, বালি চুরি থেকে শুরু করে চাকরি, রেশন চুরি সবকিছুতেই জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। কাজেই আগে তাঁকে গ্রেফতার করা হোক’।
শুভেন্দুবাবু বলেন, ‘হেমন্ত সরেন ছোট চোর হলে, বড় মাপের ডাকাত হচ্ছেন মমতা। কাজেই আমরা তার গ্রেফতারি চাই’। মমতা বন্দ্যোপাধ্যায় কেডি সিং, সুদীপ্ত সেনদের মতো চিটফান্ড মালিকদের টাকায় তৃণমূল দল চালিয়েছেন বলেও কট🦋াক্ষ করেন শুꦗভেন্দুবাবু।
নদিয়ার ভারতভুক্তিতে রাজপরিবারের ভূমিকা স্মরণ
এদিন নদিয়ার ভারতভুক্তিতে কৃষ্ণনগর রাজ পরিবারের ভূমিকা স্মরণ করান শুভেন্দুবাবু। বলেন, রাজ পরিবারের সদস্যরা স🧜ক্রিয় না হলে আজ আপনাদের বাংলাদেশের বাসিন্দা হতে হতো। তার প্রতিদান আগামী ১৩🎀 মে ভোটাররা ভোটবাক্সে তার জবাব দেবে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী।
এদিনের সভায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানান শুভেন্দু অধিকারী। নির্বাচনের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার সম্পর্ক খারিজ করে তিনি বলেন, ‘যখন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য সহ বিধায়ক জীবন সাহা দুর্নীতির দায় জেলে রয়েছেন। তাদের যখন গ্রেফতার করা হয় তখন♌ কোন নির্বাচন ছিল না। এরা আজ জেলে কেন তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। তৃণমূলের পক্ষ থেকে CAA ও NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে এদিন ফের দাবি করেন তিনি।
শুভেন্দু অধিকারীূ বলেন, তৃণমূল যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জ♔ন বুঝে গিয়েছেন বলেই আজ রোজা রেখেও আড়াইশো জন 🍰সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলেন। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়সহ নদিয়া জেলা বিজেপির অন্যান্য নেতা ও কয়েক হাজার কর্মী সমর্থক।
আরও পড়ুন: এল নিনোর প্রভাবে সীমা ছাড়াবে তাপপ্রবাহ! প্রাণ বাঁচꦆাতে বড় নির্দেশিকা জারি কেন্দ্রেꦓর
কৃষ্ণনগর🍸 কেন্দ্রে এবার তৃণমূলের সঙ্গে বিজেপির প্রেসটিজ ফাইট। এখানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ঘুষের বিনিময়ে প্রশ্ন করায় বহিষ্কার করেছে লোকসভা। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে CBI ও ED. এই পরিস্থিতিতে মহুয়া ফের জিতে লোকসভায় গেলে তা বিজেপির কাছে বড় ধাক্কা হবে।