প্রচারে বেরিয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ভোট চাইতে গেলেন তাঁর ‘রাজনৈতিক শিক্ষাগুরু’ প্রয়াত অজিত পাঁজার বাড়িতে। ভোট চাইলেন পাঁজা পরিবারের সদস্য তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কছেও। পরে তাপস রায় সাংবাদিকদের জানালেন কেন তিনি এসেছেন বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা প্রয়াত অজিত পাঁজার বাড়ি। বিজেপি প্রার্থী বলেন, ‘১৯৭৯ সাল থেকে এখানে আসি, এই বাড়িটা আমার কাছে মন্দিরের মতো।’ এদিন শশী পাঁজা তাঁকে চা খেতে বলেন। কিন্তু তাপস রায় জানান গরমে তিনি চা খাবেন না। এর পর রাজ্যের মন্ত্রী তাঁর দিকে ঠান্ডা জলের গ্লাস এগিয়ে দেন। তাপস রায় সেই ঠান্ডা জল খান। পরে তিনি মালা দেন প্রয়াত অজিত পাঁজার ছবিতে। প্রার্থী হিসাবে তিনি ভোটও চান শশী পাঁজার কাছে।পরে নীচে এসে তিনি দেখা করেন ডা. অরিন্দ্রজিৎ পাঁজার সঙ্গে। বেশ কিছু কথাও হয় তাঁদের মধ্যে। পাঁজা পরিবারের থেকে কোনও ভোট যাবে কি তাপস রায়ের ভোট বাক্সে? এই প্রশ্নের উত্তরে ডা. অরিন্দ্রজিৎ পাঁজা বলেন। ‘তাপসদাকে খুব ছোটবেলা থেকে চিনি। উনি আসতেন আমাদের বাড়িতে। আমরা ওঁর শুভানুধ্যায়ী। উনিও আমাদের আর্শীবাদ করে। ’এ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, ‘একদিন টিভিতে শুনলাম উনি আসবেন আমাদের বাড়ি। আজ আমার অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ দেখি উনি এসে হাজির। উনি বাবার মূর্তিতে মালা দিলেন। অজিত পাঁজা ওনার রাজনৈতিক শিক্ষাগুরু এটা তো অস্বীকার করার উপায় নেই। ’এদিন তাপস রায়ের সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। বিমান বসুর সঙ্গে সাক্ষাৎএর আগে সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তিনি। সোমবারও তাঁর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাপস রায় মুজাফ্ফর আহমেদ ভবনে ঢোকার সময়ে সেখান থেকে বেরোচ্ছিলেন প্রবীণ সিপিএম নেতা রবীন দেব। মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেন দুই নেতা। এরপর উপরে যান তাপস রায়। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। পরে তাপস বলেন, 'কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তিনি ভোটার। প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওঁর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজেষ্ঠ্য, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।' পরে বিমান বসু সাংবাদিকদের বলেন, 'আমি এই লোকসভা কেন্দ্রের ভোটার। ভোটারের কাছে নিশ্চয় প্রার্থী আসতে পারে। আমি বললাম, উত্তর কলকাতায় আমার প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। আমি ভোট দেব অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে।'