ভূপতিনগরে NIA-এর ওপরে হামলার ঘটনায় একযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলল বাম – কংগ্রেস ও বিজেপি। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হামলা হয়েছে NIA আধিকারিকদের ওপরে। এই ঘটনায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছ🐠ে তারা।
রোজ প্ররোচনা দিচ্ছেন মমতা
এদিন ভূপতিনগরে NIAএর ওপরে হামলার ঘটনা নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় সরকারি এজেন্সির ওপর হামলা করতে মানুষকে﷽ সরাসরি আহ্বান জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। TMC নেত্রী মঞ্চ থেকে বার বার BSFএর বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বলছেন। রোজ প্ররোচনা চলছে। তার পরিণতি হয়েছে এটা। এই আক্রমণ সাধারণ মানুষের আক্রমণ নয়। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃ🔥ণমূলের পরিকল্পিত আক্রমণ’।
তৃণমূলই দোষী, প্রাথমিকভাবে প্রমাণিত হল
রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের আশঙ্কা, ‘আদালতের নির্দেশে NIA তদন্ত করছে। তখন এই গুন্ডাবাহিনীর কাছে স্পষ্ট বার্তা এই যে, তদন্ত করতে গেলে ভয় দেখিয়ে বার করে দেও। যেটা ঘয়িয়েছিল সন্দেশখালিতে শাহজাহানের ক্ষেত্রে। একই ঘটনার পুনরাবৃত্তি যখন হয় তখন বুঝতে হবে এটা একটা সুপরিকল্পিত ব্যাপার। মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো যে ভাবে এই ঘটনাকে সমর্থন করলেন, তাতে আরও পরিষ্কার হয়ে গেল, এটা সম্পূর্ণ পরিকল্পিত ও মুখ্যমন্ত্রীর দলের নির্দেশে হচ্ছে। এমন পরিস্♛থিতি তৈরি করছেন যাতে আইনি সংস্থা বাধ্য হয় নির্দিষ্ট পদক্ষেপ করতে। NIAএর ওপর আক্রমণ ঘটনার গতিপ্রকৃতি ঘুরিয়ে দিল। তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করেছে। নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটিয়েছে সেটা প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেল’।
গুন্ডারাজ কায়েমের চেষ্টা
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘আক্রমণকারীদের বাঁচানোর জন্য এসব করছেন। পশ্চিমবঙ্গে সমস্ত আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। যেমন সন্দেশখালি হয়েছিল, তেমন ভূপতিনগর। সারা বাংলার রাজনীতꦿির পরিস্থিতি নির্বাচনের আগে তপ্ত হবে। পশ্চিমবঙ্গের প্রশাসন নিরব থাকবে। তৃণমূল গুন্ডারাজꦚ কায়েম করে ভোট করার চেষ্টা করবে’।
শনিবার ভোরে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে ২ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেরার সময় নাড়য়াভিলা গ্রামে হামলার মুখে পড়ে NIAএর গাড়ি। প্রায় ৫০ জন মহিলা লাঠি ♑ও ইট নিয়ে NIAএর গাড়িতে হামলা চালান বলে অভিযোগ। হামলায় NIAএর একটি গাড়ির কাচ ভাঙে। আহত হন NIAএর এক আধিকারিক।
এই হামলায় পালটা NIAকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যখন হেমতাবাদ থেকে বেরোচ্ছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলꦍা করেছে NIA. গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে... কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে… আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা কী করবে? শাঁখা - পলা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের ইজ্জত – সম🅺্মান রক্ষা করবে না’?