জিভে যে তাঁর ছুরি বসানো তা এতদিনে রাজ্যবাসী জেনে গিয়েছেন। আর সেই ছুরিতে প্রায় রোজই তিনি কাটেন তৃণমূলক♋ে। রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষের মেজাজ চর্চার অন্যতম বিষয়। রবিবার সকালেও একেবারে স্বভাবসিদ্ধ কায়দায় ফের একবার তৃণমূলকে আক্রমণ করলেন বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপবাবু। ♍তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, তৃণমূল হামলা করলে পালটা হামলা হবে।
আরও পড়ুন: টোটোচালক থেকে প্রভ෴াবশালী꧋, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI
পড়তে থাকুন: বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কা🧸ছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই
মারের পালটা মার
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। দুর্গাপুরে দিলীপ বাবুর রোড শোয়ের সময় তৃণমূল পার্টি অফিসের ভিতর থেকে বিক্ষোভ দেখানো হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পালটা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে রবিবার সকালে দিলীপবাবু বলেন, ‘আমাদের ওপর হামলা হলে হামলা করেই উত্তর দেব। এ পরিষ্কার বলে দিচ্ছে দিলীপ ঘোষ। অন্য কে কী করবে জানি না। চোখ দেখালে আমরা চোখ দেখাব, লাঠি দেখালে লাঠি দেখাব, হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা ১৩ তারিখে ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকব ৫ বছর। তার পর হিসাব কেতাব হবে। সেজন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কোনও নেতা আসছে না। পার্টি অফিস🃏ের সামনে গো ব্যাক বলছে। আরে দম আছে তো রোদ্দুরে বলো না। সে দম নেই🍨। গায়ে তেল হয়েছে। বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়বে না’।
হার অবধারিত, দাবি তৃণমূলের
দিলীপবাবুকে আক্রমণ করে পালটা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দিলীপ ঘোষ ওখানে হারবেন। ওকে ওর দলের নেতাই মেদিনীপুর থেকে উৎখাত করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কেন ওনাকে বর্ধমানে পাঠিয়ে দিলেন তার জবাব উনি আগে দিন। ওনার পাশে দলের কোনও নেতা নেই। একাই প্রচার করছেন উনি। 🎐অবধারিত হারের মুখে এখন আজে বাজে বকতে শুর🌠ু করেছেন দিলীপবাবু।’
আরও পড়ুন: সন্দেশখালিౠতে অস্ত্রের সঙ্গে 𒈔কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা
লোকসভা নির্বাচনে বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে তꦅৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।