এবারের লোকসভা নির্বাচনে বিজেপির একটি বড় হাতিয়ার হল সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা। অথচ বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে নারীবিদ্বেষীর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, অর্জুন সিꦫং নির্বাচনী হলফনামায় তাঁর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছেඣন। এই বিষয়টিকে হাতিয়ার করে অর্জুন সিংয়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, হারার ভয়ে কুৎসা রটানো হচ্ছে। তবে তৃণমূলের পালটা দাবি, তাদের কাছে এ বিষয়ে তথ্য রয়েছে।
আরও পড়ুন: ‘তৃণমূলে থাকলেই ভাল, না থাকলে…’! অভিষেকের ‘খাঁচায় বন্দি’ꩵ মন্তব্যে অজুর্নের জবাব
তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, অর্জুনের দুটো বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর নাম ঊষা সিং এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম শ্রাবন্তী সিং। আর প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলের নাম যথাক্রমে বিধায়ক পবন সিং এবং অভিরূপ কুমার সিং। তৃণমূলের অভিযোগ, হলফনামায়🦹 অর্জুন সিং জানিয়েছেন, ঊষা সিং তাঁর স্ত্রী এবং অভিরূপ কুমার সিং তাঁর উপর নির্ভরশীল। কিন্তু, অভিরূপ কুমার সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কোনও বিবরণ দেননি অর্জুন। শুধু তাই নয়, তৃণমূলের দাবি অভিরূপের মা হলেন-শ্রাবন্তী সিং, ঊষা সিং নন। তাছাড়া, হলফনামায় নিজের ছেলে হিসেবে বিধায়ক পবন সিংয়🎶ের নামও উল্লেখ করেননি অর্জুন।
বারাকপুরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের জেলা মহিলা সভাপꦚতি কেয়া দাস বলেন, ‘আমরা জানি হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন পুরুষ বর্তমান স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। তবে বিজেপি প্র▨ার্থী অর্জুন সিং স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও আরও একবার বিয়ে করেছেন।’