মোদী সরকারের তৈরি করা দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদায় ভোটপ্রচারে গেলেন তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। শনিবার সংক্রান্তির দিন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তিনি। পরে মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলির হয়েওꦉ ভোট প্রচার করার কথা রয়েছে তাঁর।
বন্দে ভারতের যাত্রা
দেশের জনবহুল শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সেমি হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা করেছিল নরেন্দ্র মোদী সরকার। ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস নামে সেই ট্রেন দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় হꦑাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে। স্বাচ্ছন্দের সেই যাত্রায় কড়ি একটু বেশি খসলেও চাহিদার কমতি নেই।
সমালোচনা করেছিলেন মমতা
অথচ এই ব🐠ন্দে ভারত এক্সপ্রেসকেই চালু হওয়ার আꦓগে কটাক্ষ করেছিলেন সোহমের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, পুরনো রেককে রং করে নতুন বলে চালানো হচ্ছে। শুধু ইঞ্জিনটা নতুন। দেখছেন না আমাদের এখান থেকে কত রেক তুলে নিয়েছে। এমনকী আমন্ত্রণ পেলেও ট্রেনের উদ্বোধনে গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই ট্রেনেই মালদায় পা পড়ল তাঁর দলের যুব নেতা সোহম চক্রবর্তীর।