২০২৪ সালের লোকসভা ভোটপ্রচা𝓰রের শেষ জনসভায় কাকদ্বীপ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মথুরাপুর, জয়নগর ও ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগদান করেন প্রধানমন্ত্রী। সেখানে মোদী বলেন, তৃণমূলের কাছে আর একটাই হাতিয়ার অবশিষ্ট আছে। তা হল, ‘এটা হতে দেব না’।
আরও পড়ুন: যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব🍃, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন: ভোট জিহাদ এগিয়ে 🥀নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
এদিন মোদী বলেন, ‘তৃণমূল🌼 আর ইন্ডি জামাতের সদস্যরা বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার লোকেদের ভালোবাসা তৃণমূলের সহ্য হচ্ছে না। এই জন্য তৃণমূল ভয়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে গিয়েছে। কী সব বলছে! বাংলার প্রতি ঘৃণায় পূর্ণ তৃণমূলের হাতে একটাই হাতিয়ার অবশিষ্ট রয়েছে, ‘এটা হতে দেব না’। মোদী উন্নয়নের যে কাজ করে তৃণমূল বলে ‘এটা হতে দেব না’।’
এর পর লাগাতার তৃণমূলকে আক্রমণ শানান মোদী। বলেন, ‘আমরা মহিলাদের নিরাপত্তায় হেল্পলাইন বানিয়েছি। তৃণমূল বলে, এটা হতে দেব না। আমরা দেশের সমস্ত মহিলাকে উজ্জ্বলা সিলিন্ডার দিচ্ছি। বাংলার সরকার লাখো আবেদনপত্র ঝুলিয়ে রেখেছে। তৃণমূল বলছে, এটা হতে দেব না। মোদী প্রত্যেক গরিবকে বিনামূল্যে চিকিৎসার গ্যারান্টি দিয়েছে। এখন আমরা ৭০ বছরের থেকে বয়স্ক প্রত্যেক বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু তৃণমূল বাংলায় আয়ুষ্মান যোজনা লাগু হতে দিচ্ছে না। তৃণমূল বলছে, এটা হতে 🅠দেব না।’
তৃণমূল দক্ষিণ ২৪ পর📖গনার মৎস্যজীবীদের বঞ্চিত করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘তৃণমূলের জয়ে এই এলাকার লাখো মৎস্যজীবী ভীষণভাবে ক্ষতিগ্র✨স্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য প্রচুর প্রকল্প চালু করেছে। আমরা মৎস্যজীবীদের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা দিয়েছি। রায়দিঘিতে ফিশ কালচার সেন্টার দিয়েছি। আমরা পিএম মৎস্য সম্পদ যোজনা শুরু করেছি। সেজন্য ২০ হাজার কোটি টাকার বেশি তহবিল দিয়েছি। কিন্তু এখানেও তৃণমূল সরকারের একই অবস্থান। এটা হতে দেব না। তৃণমূল বাংলায় মৎস্যআরোহন সংক্রান্ত কেন্দ্রীয় আইন লাগু করতেই দেয় না। এতে মৎস্যজীবীরা বিমার সুবিধা পাচ্ছেন না। কিন্তু তৃণমূল আপনার কথা ভাবে না। এদের শুধু নিজেদের তোলাবাজি আর কাটমানি ব্যবস্থা চালু থাকলেই হল। এই তৃণমূলকে আপনারা সাজা দেবেন না?’
আরও পড়ুন: ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধান𝓡সিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী