দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন অলিম্পিকে মেডেল জয়ী বক্সার বিজেন্দ্র সিং। তাঁর এই রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যে অনেক আবেগ লুকিয়ে রয়েছে বলে জানালেন বিজেন্দ্র। তাঁর কথায়, দল বদলের সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেগের মাধ্যমে তিনি মূল্য চুকিয়েছেন। তবে তিনি দাবি করেন, দল বদলের জন্য তাঁর কারণ রয়েছে। বিজেন্দ্র বলেন, 'আমি শুধু প্ল্যাটফর্ম বদলেছি। আমি নিজেকে বদলাইনি। আমি সেই আগের মানুষটাই আছি।' (আরও পড়ুন: সামরিক বাজেটে চিন থেকে বহু হস্ত পিছি🤡য়ে ভারত, পাকিস্তান কত নম্বরে জানেন?)
আরও পড়ুন: শিলিগুড়িতে🍸 BJP নেতার গাড়ি থেকে উদ্ধা꧂র নগদ টাকার বান্ডিল, উঠল গুরুতর অভিযোগ
দল বদল প্রসঙ্গে বক্সিংয়ের উদাহরণ তুলে ধরেন বিজেন্দর সিং। ꦬতিনি বলেন, 'যখন সময়ের সঙ্গে আগের ওয়েট ক্যাটাগোরিতে মানিয়ে নিতে সমস্যা হয়, তখন বক্সাররা তাদের ওয়েট ক্যাটাগোরি বদলে ফেলেন। তেমনই ভাবে আমার আগের প্ল্যাটফর্মে থেকে রাজনীতি করতে সমস্যা হচ্ছিল। মানিয়ে নিতে না পারার কারণেই আমি অন্য প্ল্যাটফর্ম বেছে নিয়েছি।' এদিকে দল বদল করার জেরে অনেক কাছের বন্ধুকেও হারিয়েছেন বলে জানান বিজেন্দ্র। তবে তাঁর আশা, তিনি হারানো বন্ধুত্বগুলো ফের ফিরে পাবেন। এই নিয়ে তিনি ব🥃লেন, 'তারা যখন কিছুদিন পরে দেখবেন যে আমি মানুষটা একই আছি, তখন আবারও আমার সঙ্গে তারা বন্ধুত্ব করবেন বলে আশা করছি।'
আরও পড়ুন: ভোটের মুখে নয়া বার্তা অজিত পাওয়ার𝓡ের, জাতিগত জনগণনার দাবি পদ্ম-সঙ্গী🥀র