আজ সকাল থেকেই উত্তরবঙ্গের তিন লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে একের পর এক অশান্তির খবর সামনে আসছে। এরই মাঝে জানা গেল, সকালে💧 নির্বাচন কমিশনের অফিসে ২৭৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কোচবিহার থেকে জমা পড়েছে ১৩২টি অভিযোগ, আলিপুরদুয়ার থেকে জমা পড়ে ৮৩টি অভিযꦉোগ এবং জলপাইগুড়ি থেকে জমা পড়েছে ৫৯টি অভিযোগ। কমিশন জানিয়েছে, সব মিলিয়ে ১৯৫টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এখনও।
এদিকে রাজভবনে পিসরুমেও সকাল থেকে ঘনঘন ফোন বেজে চলেছে। একাধিক জায়গায় থেকে হিংসার ঘটনার অভিযোগ আসছে সেখানেও। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে বলা হয়েছে, রাজভবনে পিসরুম থেকে সিইও দফতরে সকাল থেকে কোনও অভিযোগ আসেনি বা জমা পড়েনি। (আরও পড়ুন: রাত থেকেই উত্তপ্ত কোচ🔯🔯বিহার, সকালে দিনহাটায় মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি)
আরও পড়ুন: ‘অনেক মুসলিমেꦯর নাম নেই তালিকায়’, UP-তে বুথ দখলের অভিযোগ BJP-র নামে
এদ𒐪িকে রাজভবনে জমা পড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, 'রাজনৈতিক অশান্তির অভিযোগ আসছে, পুলিশের বিরুদ্ধেও আসছে নিষ্ক্রিয়তার অভিযোগ।ꦿ' এদিকে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় আজ সকালেই কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যপাল। পুজো দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, আজ সারাদিনই তিনি রাজভবনের পিস রুমে থাকবেন। এর আগে তিনি নিজে উত্তরবঙ্গে যেতে চেয়েছিলেন। তবে পরে কমিশনের পরামর্শে বৃহস্পতিবারই উত্তরবঙ্গ সফর বাতিল করেন তিনি।
আরও পড়ুন: ‘আবগারি দুর্নীতির ৫০ কোটি তো BJP-র’, কেজরি জেলে থাকলে নড্ডা নয় ক🌺েন? তোপ অভিষেকের
এদিকে আজ সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনা সামনে এসেছে। আজ সকালে দিনহাটা এক নম্বর ব্লক বি-এর তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকেꦜ মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ। হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
এদিকে অপর এক ঘটনায় কোচবিহারে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে ৮/২৬১ নং বুথে তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘটে গতারাতে। এতে আহত হন একাধিক। আহতদের তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভোটের দিনও সকাল সকাল কোচবিহারে উত্তেজনা ত⛦ৈরি হয়। কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা দেখা গেল সকাল সকাল। অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গ করে বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। এই বিষয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। পরে ছবি-পতাকা সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। এদিকে কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অভিযোগের তির আবার বিজেপির দিকে।