লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, ওনার এখন 🐻শুধু নামেই মমতা। স্বভাবে, আচরণে ওনার মমতা নষ্ট হয়ে গিয়েছে।
মমতাকে আক্রমণ রাজনাথের
এদিন মুর্শিদাবাদে ভোটপ্রচারে রাজনাথ সিং বলেন, ‘মমতা দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের এ-কী হাল হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে অরাজকতা ছড়িয়ে পড়েছে। গুন্ডা - বদমাসরা দাপিয়ে বেড়াচ্ছে। আর ভদ্রলোকেরা আতঙ্কিত। গোটা দেশে পশ্চিমবঙ্গ এখন অপরাধ আর সাম্প্রদায়িতার জন্য কুখ্যাত। পশ্চিমবঙ্গের মতো মাটিতে যদি সন্দেশখালির মতো ঘটনা ঘটে, মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে এই ধরণের ঘট♏না ঘটলে কী বোঝা যায়’?
আইনশৃঙ্খলা নিয়ে তুললেন প্রশ্ন
এর পর রাজ্যের মানুষকে অরাজকতা মুক্ত পশ্চিমবঙ্গ গঠনের প্রতিশ্রুতি দিয়ে রাজনাথ সিং বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ধ্বজা উড়িয়ে দিন, কে মায়ের দুধ খেয়েছে যে সন্দেশখালির মতো ঘটনা ঘটানোর স্পর্ধা পায়। এখানে ইডি - সিবিআই তদন্ত করতে এলে এদের গুন্ডারা হামলা করে। আইনশৃঙ্খলা বলে কোনও জিনিস পশ্চিমবঙ্গে অবশিষ্ট নেই। আর কোনও রাজ্যের উন্নয়নের প্রথম শর্ত হল কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা। আর সন্দেশখালিতে যা হয়েছে কী বলব? শুধু ভারত নয়, গোটা দেশে যেখানে যে সন্দেশখালি🎉র ঘট🍸নার কথা শুনেছেন গোটা মানবতা লজ্জিত হয়েছে’।
মমতা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে
এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নাম নিয়ে আক্রমণ করেন রাজনাথ। বলেন, ‘এখানে SSC, TET পরীক্ষাতেও দুর্নীতি হয়। লটারিতেও দুর্নীতি। যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি! মমতা দিদি আপনাকে বলতে চাই, আপনার নামেই শুধু মমতা। মমতা তো মায়ের বৈশিষ্ট। তাহলে আপনি মানুষের দুঃখ – কষ্ট দেখতে পান না কেন? কোথায় গেল আপনার মনের মমতা? এখন আপনি শুধু নামেই মমতা। স্বভাব ও আচরণে আপনার মমতা সম্পূর্ণ নষ্ট হয়েℱ গিয়েছে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘হিন্দু - মুসলিম বিভাজন করে উনি সরকার গঠন করতে চান। জাতি ও সম্প্রদায়ের এই র🐼াজনীতি বন্ধ হওয়া উচিত। রাজনীতি করতে হলে ন্যায় ও মানবতার রাজনীতি করুন মমতা দি। উনি বলেছেন, ইদ পালন করতে ভিনরাজ্য থেকে যখন বাড়িতে ফিরেছেন, তখন ভোট না দিয়ে যাবেন না। তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব চলে যাবে। এভাবে উনি মুসলিমদের বিভ্রান্ত করছেন।’
প𒈔্রবল দাবদাহের 🤡মধ্যেই শনিবার রাজ্যে ৩টি জনসভা করার কথা রাজনাথ সিংয়ের।