ভোটগণনার আগের দিনও উত্তেজনা অব্যহত সন্দেশখালিতে। লাগাতার পুলিশি হামলায় অসহায় সন্দেশখালির বিস্তীর্ণ এলাকার মহিলারা। গ্রাম প্রায় পুরুষশূন্য। এদিন আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলতে সন্দেশখালি 😼যান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। তাঁদের সামনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা।
আরও পড়ুন - শালবনিতে হচ্ছে না🍒 লৌহ - ইস্প𓄧াত কারখানা, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
পড়তে থাকুন - ছাপ্পা ভোট পরিচালনার অভিযোগে 🍌গ্রেফতার দল🅘ের নেতা, ফের মুখ পুড়ল তৃণমূলের
পুলিশি হামলার প্রতিবাদে সোমবারও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, ভোটের দিন যারা মারধর করেছে, গুলি চালিয়েছে সেই তৃণমূলি দুষ্কৃতীদের গ্রেফতার করার বদলে পুলিশ সাধারণ গ্রামবাসীদে✱র বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। তৃণমূলের গুন্ডাদের সঙ্গে নিয়ে স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে হামলা 🌞চালাচ্ছে পুলিশ। তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুরুষদের।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার দুপুরে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের বটতলায় পৌঁছন বিজেপি মহিলা মোর্চার সদস্ꦚযরা। নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তাঁর আগমনের খবরে বেড়মজুরের বিস্তীর্ণ এলাকার মহিলারা সেখানে 🙈এসে তাঁকে পরিস্থিতির কথা জানান।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাল্গুনী পাত🦩্র বলেন, ‘তৃণমূল নির্⭕লজ্জতার যাবতীয় সীমা পার করে গিয়েছে। পুলিশের উর্দি পরে তৃণমূলের গুন্ডার মতো আচরণ করছে তারা। মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। তাদের বলেছে, এমন জায়গায় মারব যে কাউকে দেখাতে পারবে না। হামলাকারীদের গ্রেফতার করার পরিবর্তে পুলিশ প্রতিবাদীদের পরিবারের পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে। গোটা গ্রাম পুরুষশূন্য।’
পুলিশি নির্যাতন💙ের প্রতিবাদে সোমবার সকালে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া গ্রাম। স্থানীয়দের দাবি, রা🐠তে পুলিশের পোশাকে এসে বাড়ি তল্লাশির নামে অত্যাচার চালাচ্ছে তৃণমূলি দুষ্কৃতীরা।
আরও পড়ুন - মন্ত্রিত্বের শর্তেই TMCর সাথে সেটিং? ভাঙড়ে ⛎নওসাদের নিষ🌠্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন
তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভোটগ্রহ🦹ণের দিন পুলিশের ওপর জনতার হামলা ও ইটবৃষ্টিতে একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। সেই ঘটনায় অভিযুক্তদেরꦦ গ্রেফতার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।