ডেভিড লাইতফ্লাং
রণদামামা বেজে গিয়েছে উত্তরপূর্বের একাধিক রাজ্যের ভোটের। সদ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সামনেই রয়েছে মেঘালয়ে বিধানসভা ভোট। আর সেই ভোট পর্বে বিজেপির প্রচার মঞ্চ থেকে ঝড় তুললেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ তোলেন যে, মেঘালয় পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত রাজ্য। আর পরিস্থিতি একমাত্র বদল হতে পারে সেখꦦানে শাসকের আসনে বিজেপি বসলে।
মেঘালয়ের শিলংয়ের ডন বসকো স্কুলের মাঠে বিজেপির সভামঞ্চ থেকে বিরোধীদের তোপ দেগে একাধিক বার্তা দেন বিজেপির চাণক্য অমিত শাহ। তিনি বলেন, ‘আমি আর্জি জানাচ্ছি বিজেপির ৬০ জন প্রার্থীকে আপনারা জিতিয়ে দিন। যাতে বিজেপি মেঘালয়ে পোক্ত হয়। আর উন্নয়নের রাস্তা খোলে। তাঁদের আমাদের প্রধানমন্ত্রী মোদীর টিমের সদস্য করে তুলুন।’ অমিত শাহ বলেন, ‘ গত ৫০ বছরে এই রাজ্যের (মেঘালয়) এর মূল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে দুর্নীতি। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত দেশে মোদী সরকারের তত্ত্ববধানে উন্নয়ন জায়গা করে নিয়েছে। তবে তা জায়গা পায়নি মেঘালয়ে। বিজেপিকে মেঘালয়ে পোক্ত পার্টি করে তুলুন, আমরা দুর্নীকে হত্যা করে দেব চিরকালের মতো।’ অমিত শাহের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তাব় বিজেপি নেতা। উপস্থিত ছিলেন বান্রার্ড মারাক, থমাস মারাক, আদামকিড সাংমার মতো স্থানীয় নেতারা। সভামঞ্চ থেকে প্রথমেই বক্তব্য রাখা⛎র সময় অমিত শাহ ক্ষমা চেয়ে নিন। গারোদের ভাষায় কথা বলতে না পারার জন্য তিনি ক্ষমা চেয়ে নেন। বলেন, তিনি বুঝেছেন যে সেখানে সকলে হিন্দি বুঝতে পারছেন। উল্লেখ্য, মেঘালয়ে ৬০ আসনে লডাই করছে বিজ💯েপি। অমিত শাহের আশা সেরাজ্যে পোক্ত দল হিসাবে উঠে আসবে পদ্মশিবির।
অমিত শাহ তাঁর ভাষণে জানান, কেন শাসক জোট থেকে তাঁর পার্টি বেরিয়ে এসে🌞ছে। বিজেপির চাণক্য সাফ বার্তায় বলেন, মেঘালয়ে যাতে বিজেপির জমি শক্ত হয়, তাই শাসক জোট থেকে তাঁর পার্টি বেরিয়ে এসেছে। অমিত শাহ বলেন,'মেঘালয়ে যেভাবে দুর্নীতি জায়গা করে নিয়েছে, তা দেশের কোনও অংশে তেমনভাবে জায়গা করেনি।' অমিত শাহ বলেন, সংখ্যার 🏅বিচারে মেঘালয়ের বর্তমান সরকার ‘দুর্নীতির তালিকায় দেশে প্রথম’। অমিত শাহ প্রশ্ন তোলেন, ‘রাজ্যে কি কোনও মেডিক্যাল কলেজ রয়েছে? দেখুন অসমকে, ৫ বছরে সেখানে ৫ টি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। আমরা ২ টি মেডিক্যাল কলেজের প্রস্তাব দিয়েছিলাম এরাজ্যের জন্য, তবে রাজ্যসরকার তা মানতে চায়নি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউন꧋লোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
়়্