বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Abhishek Banerjee to go to Meghalaya: খাতা খোলার পর ‘দ্বিতীয় পরীক্ষা’র সামনে তৃণমূল, আজই মেঘালয়ে যাচ্ছেন অভিষেক
মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে প্রধান বিরোধী দল হয়েছিল তৃণমূল। তবে নির্বাচনী ময়দানে নেমে এই প্রথম নিজেদের সংগঠনের শক্তির পরখ করতে চলেছে তৃণমূল। সেই পরীক্ষায় নেমে প্রাথমিক ভাবে ভালো ফল করার ইঙ্গিতও দিয়েছিল ঘাসফুল শিবির। একটা সময়ে সকালবেলায় তৃণমূল ১৯টি আসনে এগিয়ে গিয়ে 'ফার্স্ট বয়' হয়ে গিয়েছিল। তবে বেলা গড়াতেই সিঙ্গল ডিজিটে নেমে যায় তৃণমূল। তবে তৃণমূল কিংমেকার হোক কি না হোক, যত সংখ্যক আসনই তারা জিতুক, এটাই তাদের কাছে প্রাপ্তি হতে চলেছে। নিজেরা লড়ে যদি ১০-এর কাছাকাছি আসনে ঘাসফুল ফোটাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা স্বস্তি পেতে পারেন। অবশ্য এর জন্যে জয়ী বিধায়কদের ধরে রাখা হবে তৃণমূলের জন্য বড় পরীক্ষা। এই আবহে আজই মেঘালয়ে যাচ্ছেন অভিষেক। (মেঘালয় নির্বাচনের লাইভ আপডেট)