মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে🌊ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপরই এবার কংগ্রেসের বিরুদ্ধে পালটা সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় কংগ্রেস বিজেপিকে প্রতিরোধ করতে ব্যর্থ। তাদের অপ্রাসঙ্গিকতা, তাদের সুরক্ষার অভাব তাদেরকে স্থিতিশীল করে দিয়েছে। আমাদের উপর আক্রমণ করার তুলনায় মর্যাদার রাজনীতির পথটা আরও একবার ঘুরে আসার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ করছি। আমাদের এই যে উন্নতি তা টাকার উপর নির্ভরশীল নয়। মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি।
এদিকে রাহুল গান্ধী মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেন। বুধবার শিলংয়ের সভায় রাহুল গান্ধী বলেন, বিজেপিকে ক্ষমতা দখলের সুযোগ করে দিতেই ভোটে লড়ছে তৃণমূল। এদিকে বুধবারই মেঘালয়ে ভোট প্রচারে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে রাহুল তৃণমূলকে নিশানা করে জানিয়েছেন, আপনারা তৃণমূলের ইতিহাস জানেন। পশ্চিমবঙ্গে কেমন হিংসা ও দুর্নীতি হয় তা সকলের জানা। এটা থেকে সাবধান হোন। এদিকে গোয়া বিধানসভা ভোটে তৃণমূল কীভাবে বিপুল খরচ করেছিল সেটাও জানানো হয়েছে রাহুল গান্ধীর তরফে। কার্যত এভাবেই তিনি তৃণমূল খরচকে আক্রমণ করেন।
এর সঙ্গেই তৃণমূলকে বিজেপির বন্ধু ও ভোট কাটার দল বলেও তিඣনি উল্লেখ করেছেন। কার্যত বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল উত্তর পূর্বাঞ্চলে নেমেছে সেকথা জানিয়ে দেন রাহুল গান্ধী।
তবে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে পালটা সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তি൩নি ২০২১ সালের বাংলার নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লিখেছেন, একই লজ🔯িকে যখন কংগ্রেস ২০২১ সালের ভোটে ৯২টি আসনে প্রার্থী দিয়েছিল সেটাও কি তবে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্যই করেছিল কংগ্রেস?
এর সঙ্🎃গেই ꦺঅভিষেকের কটাক্ষ, রাহুল গান্ধী তৃণমূল সম্পর্কে মন্তব্য করেছেন, আসলে সেটা এমন একটা দলের কাছ থেকে আসছে যারা ৪৫টি বিধানসভার মধ্যে ৪০টিতেই পরাজিত হয়েছে।
এভাবেই রাহুল গান্ধীকে পালটা দিলꦰেন🥂 অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এদিন তৃণমূল🦋 নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেঘালয়ে প্রচারে ঝড় তোলেন। মেঘালয়ের উন্নতি নিয়েও তিনি নানা প্রসঙ্গ উত্থাপন করেন। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তা নিয়েও সুর চড়ান তিনি।