Mizoram Election Results Live updates: আজ উত্তরপূর্ব ভারতের মিজোরামের ভোটগণনা সম্পন্ন হল। এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেস, উভয় দলই তুলনামূলক ভাবে দুর্বল। এই আবহে এই রাজ্য দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম।
গতকাল হিন্দি বলয়ের তিন রাজ্য এবং দক্ষিণের এক রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে উত্তর ভারতে আরও শক্তি হারিয়েছে কংগ্রেস। দক্ষিণে বিজেপি এখনও দাঁত ফোটাতে অক্ষ♐ম। আর আজ উত্তরপূর্ব ভারতের মিজোরামের ভোটগণনা হল। এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেস, উভয় দলই তুলনামূলক ভাবে দুর্বল। এই আবহে এই রাজ্য দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম। পরবর্তী মুখ্যম꧒ন্ত্রী হতে পারেন লালডুহোমা।
04 Dec 2023, 03:15 PM IST
MNF-এর থেকে ZPM ২.৭% বেশি ভোট পেয়েছে
রাজ্যে জেডপিএম-এর 🅰ভোটের হার ছিল ৩৭.৮৬ শতাংশ। এদিকে এমএনএফ পেয়েছে ৩৫.১০ শতাংশ।
04 Dec 2023, 02:58 PM IST
মিজোরামে ‘পূর্ব-পশ্চিম’ বিভাজন
পূর্ব মিজোরামের প্র♔ায় গোটাটাই দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট। এদিকে পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে এমএনএফ।
04 Dec 2023, 02:49 PM IST
মুখ্যমন্ত্রী হতে পারেন লালডুহোমা
মিজোরামের সম্ভাব✅্য ভাবী মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, ‘আগামিকাল অথবা তার পরে কোনও একদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানানো হবে। চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।’
04 Dec 2023, 02:38 PM IST
২৭ আসনে জিতে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের
২৭ আসনꦰে জিতে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের। আর বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ১০টি আসন। বিজেপি জিতেছে ২টি আসনে। গতবার গেরুয়া শিবির মিজোরামের ১টি আসনে জিতেছিল। আর কংগ্রেস এবারে পেয়েছে মাত্র ১টি আসন। গতবার সেই আসন সংখ্যা ছিল ৫।
04 Dec 2023, 02:23 PM IST
দক্ষিণ মিজোরামে সীমিত থাকল বিজেপি-কংগ্রেস
দুই জাতীয় দল - বিজেপি এবং কংগ্রেস দক্ষিণ মিজোরামেই সীমিত থাকল। বিজেপি সেখানে দু'টি আসনে জয়লাভ🐓 করেছে। এদিকে কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে।&nbsꦗp;
04 Dec 2023, 02:03 PM IST
৩৪টি আসনের চূড়ান্ত ফল প্রকাশিত
এখনও পর্যন্ত মিজো♏রামের ৪০টির মধ্যে ৩৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। তার෴ মধ্যে জেডপিএম জয়ী ২৫ আসনে। এমএনএফ জয়ী ৭টি আসনে। এবং বিজেপি জয়ী ২টি আসনে। এছাড়া ২টি আসনে এগিয়ে জেডপিএম, এমএনএফ এগিয়ে ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে একটি আসনে।
04 Dec 2023, 01:41 PM IST
মিজোরাম দখল জেডপিএম-এর
সরকারি ভাবে ২২টি আসনে জিত𝄹ে গিয়েছে ৬ দলের সম্ম𒁏িলিত জোট জেডপিএম। এই রাজ্যে ম্যাজিক ফিগার ২১। এদিকে এখনও আরও ৫টি আসনে এগিয়ে জেডপিএম। এদিকে এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ৭টি আসন। আরও ৩টি আসনে তারা এগিয়ে।
04 Dec 2023, 01:26 PM IST
বিজেপির থেকে ৪ গুণ বেশি ভোট পেয়ে আর্ধেক আসন কংগ্রেসের
বিজেপি মিজোরামে ৫.꧅০৫ শতাংশ ভোট পেয়েছে এবারে। এদিকে কংগ্রেস সেই রাজ্যে ভোট পেয়েছে ২০.৭৫ শতাংশ। অর্থাৎ, বিজেপির থেকে ৪ গুণ বেশি ভোট পেয়েছে হাত শিবির। তবে আসনের নিরিখে বিজেপির আর্ধেক এসেছে তাদের ঝুলিতে।
04 Dec 2023, 01:11 PM IST
মিজোরামে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে জেডপিএম
এদিক ইতিমধ্যেই ১৭টি আসনে জয়ী হ💦য়েছে জেডপিএম। আরও ১০টি আসনে এগিয়ে তারা। এমএনএফ জয়ী ৬টি আসনে। এছাড়া আরও ৪টি আসনে এগিয়ে তারা। উল্লেখ্য, এই রাজ্যে ম্যাজিক ফিগার ২১।
04 Dec 2023, 01:08 PM IST
গতবারের ফলাফলকে ছাপিয়ে গেল বিজেপি
মিজোরামে গতবারের ফলাফলকে ছাপিয়ে গেল বিজেপি। গতবার একটি আসনে জিতেছিল গেরুয়া শিবির। আর এবারে তারা জিতল দু'টি আসনে। সঙ্গে একটি আসনে কড়া টক্করও দিয়েছিল তারা। এদিকে কংগ্রেস গতবার ৫টি আসনে জিতেছিল। আর এবার তার🐲া মাত্র একটি আসনে এগিয়ে আছে।
04 Dec 2023, 12:46 PM IST
হারলেন মুখ্যমন্ত্রী
আইজল পূর্বের একটি আসন থেকে হেরে গেলেন বিদায়ী মুখ্যমন্ত্রী জোরাম💜থাঙ্গা। উল্লেখ্য, আইজলের সবকটি বিধানসভা আসনেই জেডপিএম-এর রমরমা দেখা গিয়েছে আজ। উল্লেখ্য, সেই রাজ্যের ৪০টির মধ্যে ১১টি আসনই আইজꦍলে। আর এই ১১টি আসনেই এগিয়ে বা জয়ী জেডপিএম।
04 Dec 2023, 12:16 PM IST
ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ফল, মিজোরাম জয়ের পথে জেডপিএম
১০টি আসনে জয় নিশিত হয়েছে জেডপিএম-এর। আরও ১৬টি আসনে এগিয়ে তার⛎া। বিজেপি জয়ী একটি আসনে। আরও একটি আসনে এগিয়ে তারা। এমএনএফ এখনও একটি আসনে জিতেছে। ১০টি আসনে তারা এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে এক⛦টি আসনে।
04 Dec 2023, 11:55 AM IST
মিজোরামে পায়ের তলার শক্তি বাড়াচ্ছে বিজেপি
একটি আসনে জয় নিশ্চিত করে ফেলল বিজেপি। আনুষ্ঠানিক ভাবে সﷺেই আসনে জয়ী ঘোষিত হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী। এর আগে গত নির্বাচনেও একটি আসনে জিতেছিল বিজেপি। এবারে অবশ্য আরও একটি আসনে এগিয়ে বিজেপি। দু'টি আসনই দক্ষিণ মিজোরামে। আরও একটি আসনে দ্বিতীয় স্থানে আছে বিজেপি।
04 Dec 2023, 11:46 AM IST
৬টি আসনে আনুষ্ঠানিক ভাবে জয়ী ZPM
৬টি আসনে✤ জয়ের সার্টিফিকেট পেয়ে গিয়েছে জেডপিএম। এদিকে বিজেপি 🍸এখন মাত্র দু'টি আসনেই এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
04 Dec 2023, 11:31 AM IST
আইজলে জেডপিএম-এর রমরমা
আইজলের সবকটি বিধানসভা আসনেই জেডপিএম-এর রমরমা। উল্লেখ্য, সেই রাজ্যের ৪০টির মধ্যে ১১টি আসꦫনই আইজলে।
04 Dec 2023, 11:21 AM IST
মিজোরামের প্রদেশ কংগ্রেস সভাপতি হারলেন
মিজোরামের প্রদেশ কংগ্রেস সভাপতি লালসাওতা হারলেন নিজের আসন থেকে। এই রাজ্যে আপাতত মাত্র একটি আসনেই এগিয়ꦉে কংগ্রেস।&nbs🍷p;
04 Dec 2023, 11:19 AM IST
হারলেন মিজো ন্যাশনাল আর্মির প্রাক্তন কমান্ডার-ইন-চিফ
ভেঙে যাওয়া সশস্ত্র বাহিনী মিজো ন্যাশনাল আর্মির প্রাক্তন কমান্ডার-ইন-চিফ টাউনলুয়া এমএনএফ-এর টিকিটে ল🧸ড়ে হেরে গিয়েছেন।
04 Dec 2023, 11:17 AM IST
এখনও দু'টি আসনের ফল প্রকাশিত হয়েছে
এখনও পর্যন্ত মিজোরামে আনুষ্ঠানিক ভাবে দু'টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। দু'টি♛তেই জিতেছে জেডপিএম।
04 Dec 2023, 10:17 AM IST
আরও পিছিয়ে পড়ল জোরামথাঙ্গার দল
আরও পিছিয়ে পড়ল জোরামথাঙ্গ♌ার দল। আপাতত মাত্র ৮টি আসনে এগিয়ে এমএনএফ। ওদিকে ২৭টি আসনে এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পথে জেডপিএম।
04 Dec 2023, 10:16 AM IST
৩ আসনে এগিয়ে বিজেপি
মিজোরামে আগের বারের থেকে ভালো ফল ✅করার পথে বিজেপি। গতবার বিজেপি ১টি আসনে জয়ী হয়েছিল এই রাজ্যে। এবার তারা এগিয়ে আছে ৩টি আসনে। কংগ্রেস এখন এগিয়ে মাত্র ১টি আসনে।
04 Dec 2023, 10:04 AM IST
পিছিয়ে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা নিজেই
দলের অবস🌌্থা ভালো নয়। এরই মাঝে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা নিজেই পিছিয়ে পড়েছে আইজল পূর্ব আসন থেকে।
04 Dec 2023, 09:51 AM IST
মিজোরামে জয় নিশ্চিত করার পথে জেডপিএম
মিজোরামে জয় নিশ্চিত করার পথে জেডপিএ♐ম। ইতিমধ্যেই𒊎 ২৫টি আসনে এগিয়ে গিয়েছে তারা। এমএনএফ ১০-এ আটকে আছে এখনও।
04 Dec 2023, 09:39 AM IST
ম্যাজিক ফিগার পার করল ZPM
মিজোরামে সরকার🅠 গঠন করতে প্রয়োজন ২১টি আসন। সেই ম্যাজিক ফিগার পার করে এখন ২২টি আসনে এগিয়ে গেল জেডপিএম। এদিকে এমএনএফ আটকে আছে ১১টি আসনে। কংগ্রেস এগিয়ে মাত্র ২টি আসনে।
04 Dec 2023, 09:18 AM IST
জেডপিএম-কে কিছুটা তাড়া করছে এমএনএফ
জেডপিএম-কে কিছুটা তাড়া করছে এমএনএফ। এখন জেড🅘পিএম এগিয়ে ১৫টি আসনে। এমএনএফ এগিয়ে ৯টি আসনে। কংগ্রেস তিনটি আসনেই এগিয়ে।
ভোটগণনা শুরুর আধঘণ্টা পর প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, মিজো ন্যাশনাল ফ্রন্ট ৫টি আসনে এগিয়ে। তার পিছনেই আছে জেডপিএম। তারা ৪টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ꦍ১টি আসনে।
04 Dec 2023, 08:30 AM IST
কী বলছে বুথ ফরত সমীক্ষা?
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়, এমএনএফ-এর পাল্লা ভারী❀ থাকতে পারে এই ভোটে। অবশ্য ইন্ডিয়া টুডে অ্যাক্সিস এব﷽ং জন কি বাত-নিউজ ১৮ ইঙ্গিত করেছে, জেডপিএম হয়ত এগিয়ে থাকতে পারে কিছুটা। বিজেপি ও কংগ্রেস - দুই জাতীয় দলকে নিয়ে সেরকম আশার আলো দেখা যায়নি কোনও বুথ ফেরত সমীক্ষাতেই।
04 Dec 2023, 08:30 AM IST
৪০টির মধ্যে মাত্র ২৩ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি
মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট (৬টি দলের সম্মিলিত জোট) এবং কংগ্রেস এই রাজ্যের ৪০টি আসনেই প্রার্থী দিয়েছে এবারে। তবে বিজেপি প্রার্থী দ🦋িয়েছে মাত্র ২৩টি আসনে। গতবার ৩৯টি আসনে লড়েছিল বিজেপি। এদিকে এবারে বিজেপি ৩ জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে মিজোরামে। এ🐼মএনএফ, জেডপিএম এবং কংগ্রেস দু'জন করে মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল।
04 Dec 2023, 08:30 AM IST
মিজো নির্বাচনে বিজেপির উদ্দেশ্য কী?
এবারের মিজো নির্বাচনে কংগ্রেস নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া। এদিকে স্বভাবতই ক্ষমতা ধরে রাখতে মরিয়া এমএনএফ। আর জোরা𒅌মথাঙ্গাকে চ্যালেঞ্জ জানাচ্ছে জেডপিএম। এইꦑ সবের মাঝেই বিজেপির উদ্দেশ্য, পরবর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
04 Dec 2023, 08:30 AM IST
মিজোরামে পায়ের তলা থেকে মাটি সরেছে কংগ্রেসের
উত্তরপূর্বের এই রাজ্যে শক্তিশালী ছিল কংগ্রেস। তবে গত নির্বাচনে তাদের আসন সংখ্যা ধস নেমেছিল। মা🐬ত্র ৫টি আসন ঝুলিতে ভরে গদিচ্যুত হয়েছিল হাত শিবির। এদিকে ২০১৭ সালে গছিত জোরাম পিপলস পার্টি পেয়েছিল ৮টি আসন। এদিকে গত নির্বাꦕচনে মিজোরামে বিজেপি পেয়েছিল মাত্র ১টি আসন।
04 Dec 2023, 08:30 AM IST
MNF বনাম ZPM
৪০ সদস্যের মিজোরাম বিধানসভার ভোট গণনা আজকে। উত্তরপূর্বের এই রাজ্যে লড়াই মূলত জোরামথাঙ্গার♈ মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং জোরাম পিপলস মুভমেন্টের মধ্যে। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে এই রাজ্যে সরকার গঠন💜 করেছিল মিএনএফ। সেই সরকারের অংশ ছিল বিজেপিও। তবে মণিপুরে হিংসার পর থেকে দুই দলের দূরত্ব বাড়ে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এও বলেন, 'মোদী এসে প্রচার করলে তিনি সেই মঞ্চে উপস্থিত থাকবেন না।'