সিং রাহুল সুনীলকুমারবিজেপি তো বিপুল জয় পেয়েছে তিন রাজ্য়ে। কিন্তু নোটা কেমন ফল করল? ভোটের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে তিনি রাজ্য়ে ১ শতাংশের থেকেও কম ভোটার এবার নোটাতে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।রবিবার মধ্য়প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলাঙ্গানায় ভোটের ফলাফল বের হয়েছে। এবার সেই ভোটের ফলাফলে নোটাতে কত ভোট পড়ল সেদিকে একবার দেখা যাক। মধ্য়প্রদেশে ০.৯৯ শতাংশ ভোট পড়েছে। সব মিলিয়ে সেখানে ভোটের শতাংশ ছিল ৭৭.১৫ শতাংশ। ছত্তিশগড়ে দেখা যাচ্ছে ১.২৯ শতাংশ ভোটার নোটার বোতাম টিপেছেন। সেখানে ভোটের শতাংশ ছিল ৭৬.৩ শতাংশ।তেলেঙ্গানায় সব মিলিয়ে ০.৭৪ শতাংশ ভোটার নোটার বোতাম টিপেছেন। সেখানে মোট ভোটের শতাংশ ৭১.১৪ শতাংশ। রাজস্থানে মোট ভোটের শতাংশ ছিল ৭৪.৬২ শতাংশ। আর নোটাতে তার মধ্য়ে ভোট পড়েছে ০.৯৬ শতাংশ।নোটার ভোট নিয়ে এক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা বলেন, এবার নোটা .০১ শতাংশ থেকে বড়জোর ২ শতাংশ হয়েছে। তাঁর মতে, যদি কোথাও নোটা সকলকে ছাপিয়ে যায় তবে সেই প্রার্থীদের ভোটে লড়তে দেওয়াটা ঠিক হবে না, কারণ মানুষ তাদের প্রত্যাখান করেছে। যদি এটা ঘটে তবে মানুষ নোটার অপশনটা গ্রহণ করবেন। না হলে এটা শুধুই কথার কথা হিসাবেই থেকে যাবে।২০১৩ সালে এই নোটা অপশনটা এসেছিল ভোটের মেশিনে। সেখানে একটা ব্য়ালট পেপার কালো দাগ দেওয়া চিহ্ন থাকে। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের একটা নির্দেশের পরে এই চিহ্নটা যুক্ত করা হয় ভোটের মেশিনের সঙ্গে। তবে যদি সংখ্য়াগরিষ্ঠ ভোটার নোটার পক্ষে ভোট দেন তবে ফের ভোট করার ব্যাপারে নির্বাচন কমিশনকে কোনও নির্দেশ দেওয়ার ক্ষেত্রে বিরত ছিল সুপ্রিম কোর্ট।