বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Stone Pelting during Polling in Nagaland: নাগাল্যান্ডে পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর, জখম বৃদ্ধা, অভিযুক্ত JDU
নাগাল্যান্ডের ওখা জেলার টিয়ুই নামক বিধানসভা কেন্দ্রে পাথর ছোড়ার ঘটনা ঘটল। এই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্মুখীন বিজেপি প্রার্থী ইয়ানথাঙ্গো। তাঁকে এই কেন্দ্রে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেডিইউ-র রাজ্য সভাপতি সেনচুমো লোথা, আরজেডি প্রার্থী ওয়াই কিকন এবং নির্দল প্রার্থী হাইথুং তুঙ্গে লোথা। এই আবহে জেডিইউ কর্মীরা আজ এই কেন্দ্রে পাথর ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে বলে অভিযোগ। জানা গিয়েছে সুনগিকিতে অবস্থিত একটি পোলিং বুথের বাইরে পাথর ছোড়ার এই ঘটনা ঘটে। (আরও পড়ুন: প্রেমিকা꧃কে মেসেজ করায় বন্ধুর হৃৎপি🥀ণ্ড, যৌনাঙ্গ, আঙুল কেটে নিয়ে সেলফি তুলল যুবক!)