এই তফসিলি জাতি কেন্দ্রে এবারের তৃণমূল𓆉 কংগ্রেসের প্রার্থী হলেন শ্যামল রায়। এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছেন অশোক কীর্তনিয়া। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন পীযূষকান্তি সাহা।
বনগাঁ উত্তর হল উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সাল পর্যন্ত বনগাঁ বিধানসভা কেন্দ্র একটি আসন ছিল। ২০১১ সালের পর থেকে দু’টি আসন হয়েছে। বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি ܫজাতি’র জন্য সংরক্ষিত। বনগাঁ কেন্দ্রটি ২০১১ সাল পর্যন্ত একটি অসংরক্ষিত আসন ছিল। বনগাঁ পৌরসভা, আকাইপুর, ছয꧙়ঘরিয়া, ধর্মপুকুরিয়া, গঙ্গাধরপুর, ঘাটবাওর, গোপালনগর-১ ও গোপালনগর -২, গ্রাম পঞ্চায়েতগুলি বনগাঁ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। বনগাঁ উত্তর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি বনগাঁ লোকসভা কেন্দ্রের (তফসিলি জাতি) অন্তর্গত। আগে এই কেন্দ্রটি বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
২০১৬ সালের ♛বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের সুশান্ত বাওয়ালীকে পরাজিত করেছিলেন। সেখানে জয়ের ব্যাবধান ছিল ৩৩ হাজার ১৯২ ভোটের। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের ডা. বিশ্বজিৎ বিশ্বাসকে পরাজিত করেছিলেন।
২০০৯ সালের বিধানসভা উপনির্বাচন হয়, তার কারণ হল বিধায়ক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। সেকারণে তৃণমূল কংগ্রেসের গোপাল শেঠ বনগাঁ কেন্দ্র থেকে জিতেছিলেন। ২০০৬ সালেও বিধানসভায় এই কেন্দ্রে উপনির্বাচনের কারণ হল, নির্বাচিত বিধায়ক ভূপেন শেঠের মৃত্যু। সেজন্য তৃণমূল কংগ্রেসের সৌগত রায় সিপিআইএমের পঙ্কজ ঘোষকে পরাজিত করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভূপেন্দ্রনাথ শেঠ বনগাঁ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ📖 করেছিলেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের পঙ্কজ ঘোষকে পরাজিত করেছিলেন। ২০০১ ও ১৯৯৬ সালে সিপিআইএমের পঙ্কজ ঘোষ নির্দল ও কংগ্রেসের ভূপেন্দ্রনাথ শেঠকে পরাজিত করেছিলেন। আবার ১৯৯১ সালে কংগ্রেসের ভূপেন্দ্রনাথ শেঠ সিপিআইএমের রণজিৎ মিত্রকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৮৭ সালে সিপিআইএমের রণজিৎ মিত্র কংগ্রেসের ভূপেন্দ্রনাথ শেঠকে পরাজিত করেছিলেন। ১৯৮২ সালে ভূপেন্দ্রবাবু সিপিআইএমের রণজিৎ মিত্রকে এই আসনে পরাজিত করেছিলেন।
১৯৭৭ সালে সিপিআইএমের রণজিত মিত্র ভূপেন্দ্রনাথবাবুকে পরাজিত করেছিলেন।১৯৭২, ১৯৭১ ও ১৯৬৯ সালে সিপিআইয়ের অজিতকুমার গঙ্গোপাধ্যায় এই আসনে জয়ী হয়েছিলেন। তার আগে ১৯৬৭ সালে কংগ্রেসের কে.ভৌমিক জিতেছিলেন।১৯৬২ সালে কংগ্রেসের জীবনরতন ধর জয়ী হয়েছিলেন। ১৯৫৭ সালে বনগꦏাঁ একটি যৌথ আসন ছিল। ১৯৫৭ সালে এই যৌথ আসনে সিপিআইয়ের অজিতকুমার গঙ্গোপাধ্যায় ও কংগ্রেসের মণীন্দ্রভূষণ বিশ্বাস উভয়ই জিতেছিলেন।১৯৫১ সালে কংগ্রেসের জীবনরতন ধর এই আসনে জয়ী হয়েছিলেন।