ভোট–পঞ্চমীতে নানা মজার ঘটনা ঘটে চলেছে। ভোটকর্মী অভিনেত্রী সাংসদের সঙ্গে সেলফি তুলতে যাচ্ছেন। আবার কেউ বন্দুক হাতে প্রকাশ্যে তেড়ে যাচ্ছেন। এবার দেখা গেল বিজেপি প্রার্থী প্রকাশ্যে কাটারি হাতে! এই খবর ছড়িয়ে পড়তেই নানা খবর ভেসে আসতে শুরু করে। তার জন্য কোথাও কোথাও উত্তেজনাও দেখা দেয়। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু ভরদুপুরে বিজেপি প্রার্থী কাঠারি হাতে কী করছেন? তবে শেষমেশ হাঁফ ছেড়ে বাঁচা গেল। ভয়ের কিছু নেই| আসলে ডাবের জলে তেষ্টা মেটানোর জন্য নিজেই হাতে তুলে নিলেন কাটারি! সেই ছবিই ছড়িয়ে পড়তেই নানা গুজব রটে যায়। এদিন নদীয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এভাবেই ধরা দিলেন| কাটারি হাতে ফলের দোকানে ঢুকে ডাব পছন্দ করে একের পর এক কোপ বসাচ্ছেন তিনি|তবে এদিন নদিয়ার শান্তিপুরে অশান্তির ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়৷ ভোটারদের বাধা দেওয়া, এজেন্ট বসতে না দেওয়া, বুথ জ্যাম করার চেষ্টা, অবৈধ জমায়েত, মারধর, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রেখে বিক্ষোভ হয়েছে শান্তিপুর। সকাল থেকেই সূর্যের প্রখর রৌদ্র, দাবদাহে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ছুটে বেড়াতে গিয়ে ক্লান্ত হয়ে ডাবের দোকানে ঢুকে পড়েন। কিন্তু ডাব থাকলেও কাটার লোক নেই। তা শোনার পর কাটারি হাতে নিয়ে নিজেই কাটতে শুরু করলেন ডাব। কর্মীদের খাওয়ালেন, নিজেও খেলেন।এই বিষয়ে জগন্নাথ সরকার বলেন, ‘নিজেকে সুস্থ রাখার জন্য তিনি ফলের ওপরই আছেন। তাই ফলমূল ও ডাব খাওয়ার ইচ্ছা হওয়ায় এভাবেই ইচ্ছাপূরণ করলেন। কিন্তু ভরদুপুরে নির্বাচনের দিন কাটারি হাতে প্রার্থীকে দেখে চমকে ওঠেন অনেকেই। পরে অনেকেই আসল ঘটনা জানতে পেরে হাসতে থাকেন।