উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। ভোটগ্রহণ পরিস্থিতি খতিয়ে বৃহস্পতিবার বুথে বুথে ঘুরছিলেন তিনি। সেরকমই স্থানীয় এলাকায় দিয়ে যাচ্ছিলেন তিনি। তন্ময় ভট্টাচার্যের দাবি, রাস্তার ধারের একটি বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। সৌজন্য বিনিময় হয় দুপক্ষের মধ্যে। তখনই হাতজোড় করেন তন্ময় ভট্টাচার্য। আচমকাই সামনে এসে হাজির বিপক্ষ রাজনৈতিক দলের এক কর্মী। তন্ময় ভট্টাচার্যকে তিনি বলেন, এটা কীরকম হল? আপনি হাতজোড় করছেন? একথা শুনেই কার্যত মেজাজ হারান তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, বাঙালি বাঙালিকে দেখে হাত জোড় করবে না? এক গ্লাস জল চেয়ে খাবে না? হাজজোড় করাটাও অপরাধ? পড়াশোনা শিখতে হয়। বাবা মার শিক্ষা নিতে হয়। আপনার কী হচ্ছে হাতজোড় করছি তো? এরপরই দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে বিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের পালটা অভিযোগ, হাতজোড় করার মাধ্যমে সিপিএমের লোকজন কৌশলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। গোটা ঘটনা প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য বলেন, 'আমি ওই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিলাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসেছেন। আমি হাতজোড় করেছি। উনি হঠাৎ কোথাকার কে বলছেন হাতজোড় করছেন কেন? বাঙালি বাঙালিকে দেখে হাতজোড় করবে তাতে আইনগত বাধা কী আছে? কে বলেছে আপনাকে হাতজোড় করা যাবে না? উনি বিজেপির নেতা। মুর্খ। আমি তো ওনাকে দেখেও হাতজোড় করলাম।হাতজোড় করাটা সৌজন্য। পায়ের নীচের জমি শেষ হয়ে গিয়েছে। এরা ফুটেজ খাওয়ার জন্য এসব করছে। এক গ্লাস জল চাইলে কোন ইলেকশন আইন ভাঙা হয়?' প্রশ্ন তন্ময় ভট্টাচার্যের।