করোনাভাইরাস আবহে দেশে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এবার কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকে ভোটদানের মাধ্যমে কেন্দ্রকে উচিত শিক্ষা দেওয়ার আর্জি জানালেন তিনি। এই প্রসঙ্গে টুইটে চিদম্বরম লেখেন, সারা দেশের আশা-ভরসা এখন পশ্চিমবঙ্গের ভোটারদের নিয়ে। ইতিমধ্যে রাজ্যে পাঁচ দফা নির্বাচন হয়ে গিয়েছে। আজ ষষ্ঠ দফায় নির্বাচন চলছে। তারপর আরও দু'দফায় নির্বাচন বাকি। এরইমধ্যে সারাদেশে করোনা সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টায় তিন লাখ ছুঁই ছুঁই। সারাদেশে করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির পিছনে এবার কেন্দ্রকে দায়ী করে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার টুইটে তিনি বলেন, ‘নির্বাচন হল এমন একটি বিষয় যেখানে সরকারকে জবাবদিহি করতে হয়। দেশে চিকিৎসা ব্যবস্থায় যে সংকট দেখা দিয়েছে, এরজন্য কেন্দ্রীয় সরকার দায়ী। সারাদেশের আশা-ভরসা এখন পুরোটাই পশ্চিমবঙ্গের ভোটারদের ঘিরে।' একইসঙ্গে তিনি বলেন, 'আগামিকাল (বৃহস্পতিবার) ষষ্ঠ দফার ভোট। এই ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গের মানুষ দেশের মানুষের হয়ে নিজেদের মত প্রকাশের সুযোগ পাবেন।’একইসঙ্গে করোনা পরিস্থিতির সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘২০২০–এর এপ্রিল থেকে দেশে কি কিছু পরিবর্তন হয়েছে? কিছুই হয়নি। বরং আরও খারাপ হয়েছে।’ একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়েও ফের মুখ খুলেছেন চিদম্বরম। তাঁর কথায়, ‘রেলমন্ত্রী বলছেন, রেল স্টেশনে কোনও ভিড় নেই। কিন্তু টিভি চ্যানেলে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রচুর পরিযায়ী শ্রমিক রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, যা খুবই হৃদয়বিদারক।’