পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজয় বন্দোপাধ্যায়। বিজেপির তরফে দাঁড়াচ্ছেন সুদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) ꧟তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়।
১৯৫৬ সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমা পুরুলিয়া জেলা নামে বাংলায় অন্তর্ভুক্ত হয়। সেই থেকে এই জেলꦍা এই রাজ্যের অঙ্গ। জেলার পূর্ব সীমান্তে পূর😼্ব বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিনদিকে ঝাড়খণ্ড রাজ্য। পুরুলিয়া এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ায় ভোট হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এꦆই কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সুদীপকুমার মুখোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৮১,৩৬৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যোজ্যোতি প্রসাদ সিং দেও৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৬,৪৫৪৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী নগেন্দ্রকুমার ওঝা৷ তাঁর প্রাপ্ত ভোট ১২,৭৫৭ হাজার৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কামাক্ষাপ্রসাদ সিং দেও সিপিআইএমের কৌশিক মজুমদারকে পরাজিত করেছিলেন। ২০০৬ এবং ২০০১ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের নিখিল মুখোপাধ্যায় পুরুল๊িয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি কংগ্রেস প্রার্থী সুকুমার রায় ও তৃণমূল কংগ্রেসের কামাক্ষাপ্রসাদ সিং দেওকে পরাজিত করেছিলেন। ১৯৮৭, ১৯৯১ ও ১৯৯৬ সালে মোট তিন বার সিপিআইএমের মমতা মুখোপাধয়ায় পরাজিত করেছিলেন কংগ্রেসের সুকুমার রায়কে। ১৯৮২ সালে আইসিএসের সুকুমার রায় সিপিআইএমের মহাদেব মুখোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সা⛦লে সিপিআইএমের মহাদেব মুখোপাধ্যায় পরাজিত করেছিলেনন নির্দল প্রার্থী সনৎকুমার মুখোপাধ্যায়কে।
১৯৭১ ও ১৯৭২ সালে কংগ্র𓂃েসের সনৎকুমার মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন। তারও আগে ১৯৬৭ ও ১৯৬৯ সালে লোক সেবক সংঘের নির্দল প্রার্থী বিভূতিভুষণ দাশগুপ্ত এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের তারাপদ রায় একই আসনে জয়ী হয়েছিলেন।
তবে ১৯৫৭ সালে পুরুলিয়া কেন্দ্রটি যৌথ আসন ছিল। তার মধ্যে একটি আসন তফসিলিদের জন্য সংরক্ষিত ছিল। ১৯৫৭ সালে নির্দলের নকুলচন্দ্র সাহিস ও লাবণ্যপ্রভা ঘোষ জয়ী হয়েছিলেন। ১৯৫১ সালের দেশের প্রথম নির্বাচনে পুরুলিয়া তথা হুরা যৌথ আসন ছিল। তারও আগে পুরু﷽লিয়া জেলার অংশটি বিহারের সঙ্গে যুক্ত ছিল। ১♛৯৫১ সালে লোক সেবক সংঘের দীমো চারমহর ও সমরেন্দ্রনাথ ওঝা উভয়ই ওই আসনে জয়ী হয়েছিলেন।