ভোট প্রচারের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে রাজনৈতিক সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। ঘটনা কুলতলি বিধানসভার নলগোড়া এলাকার। আহতদের মধ্যে ১ জন তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পরস্পরকে অভিযুক্ত করেছে তৃণমূল ও সিপিএম। তৃণমূলের দাবি, বুধবার প্রচারে বেরিয়ে সিপিএমের অঞ্চল প্রধান রিজিয়া সরদারের স্বামী হালিম সরদারের লোকজনের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মীরা। পালটা বোমা ছোড়ে তৃণমূল। তাতে আহত হয়েছেন হালিম সরদার ও তাঁর এক অনুগামী। তাঁরা রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। সিপিএম পালটা দাবি, প্রচার সেরে ফেরার সময় হালিম সরদারের ওপর হামলা চালিয়েছে তৃণমূল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে ৫ জনকে আটক করেছে তারা। তৃণমূলের দাবি, পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের ওপর হামলা চালিয়েছে সিপিএম। তাঁদের বিরুদ্ধে বোমাবাজির যাবতীয় অভিযোগ মিথ্যা।