মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট–সপ্তমীর দুপুরে শ্যামপুকুরে মিনার্ভা থিয়েটারে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই নির্বাচন কমিশন বিজেপির মণ্ডল অনুযায়ী ভোট করাতে গিয়ে এই করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। মোদী ও কমিশনকে তোপ দেগে তিনি বলেন, ‘একজন প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা না করে ব💫াংলা দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যার জন্য করোনার এই অবস্থা। প্রধানমন্ত্রীর এই আচরণ কোনওভাবেই মে🦩নে নেওয়া যায় না। আমি মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি।’
এদিন তিনি অভিযোগ করেন, বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনকে সম্মান জౠানাতে চাই। কিন্তু আপনারা কী সম্মান আশা করেন? আপনারা ওপেন খেলছেন বিজেপির হয়ে। যেভাবে বিজেপি বলছে সেভাবে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। এরপরই তৃণমূল সুপ্রিমো তোপ দেগে বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপির টিয়া–ময়না আর আয়না। বিজেপির কথায় ৩ লক্ষ বাহিনী এনে করোনা ছড়িয়েছে। ইচ্ছে মতো পুলিশ বদলি করে দিচ্ছে। ভাবছে এভাবে নির্বাচন জিতে যাবে। কিন্তু তা কোনওদিনও সম্ভব হবে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আমার কাছে প্রমাণ রয়েছে। আমি আদালতে যাব।’
এরপরই বিস্ফোরক অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ সুপার থেকে ওসি, আইসি বদল করছে নির্বাচন কমꦯিশন। আর তাঁরা আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে দিয়ে আসছে। মাদ্রাজ হাইকোর্ট যা বলেছে আমি তা সমর্থন করি। নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী এই করোনা পরিস্থিতির জন্য সমান দায়ী। তৃণমূল কংগ্রেসকে কি করে রোখা যায় তার ইজারা নিয়ে বসে আছে নির্বাচন কমিশন। দেশে গণ–চিতা জ্বলছে। এমন নির্বাচন কমিশন থাকলে দেশের গণতান্ত্রিক অধিকার ভেঙে পড়বে এবং মোদীর দখলে চলে যাবে।’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিন ফের সুর চড়ান মমতা। তিনি বলেন, ‘মোদী রোজ বাংলায় এসে হিন্দু মুসলিম করছেন, তাতে দোষ দেখতে পাচ্ছে না। ওনাকে শো–কজ করার সাহস নেই। তৃণমূল কংগ্রেসকে নিয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেস এতকিছুর পরও জিতবেই। বিজেপি খুব বꦿেশি হলে ৮০টি আসন জিততে পারে। তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেসই।’ উল্লেখ্য, আগে তিনি বলেছিলেন, ৭০টি আসন পেয়ে দেখাক। এবার তা কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের জন্য বেড়ে যেতে পারে বলে মনে করছেন তিনি।