'ফিরিবার পথ নাহি; দূর হতে যদি দেখ চাহি, পꦅারিবে না চিনিতে আমায়.....'
২২ শে শ্রাবণের ৯ বছর পর 'দ্বিতীয় পুরুষ'। বাংলা ছবিতে সিকুয়েলের চলই খুব বেশি নেই সে জায়গায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়🌞ের এই ছবি ২২ শে শ্রাবণের স্পিন অফ। শনিবার প্রকাশ্যে এল ছবির চরিত🍨্রদের ফার্স্ট লুক এবং টিজার। দ্বিতীয় পুরুষে থাকছেন ২২ শে শ্রাবণের তিন চরিত্র- পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন এবং আবির চট্টোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’-এর সবচেয়ে বড় চমক হতে চলেছেন নিঃসন্দেহে অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার লুকও সেটাই জানান দিচ্ছে। এর আগে যত চরিত্রে দেখা গেছে অনির্বাণকে, সেগুলোর থেকে একদম আলাদা হবে এই ছবি। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ছবির কমন ফ্যাক্টর বলা যেতে পার💙ে অনির্বাণকে। এই নিয়ে একটানা সৃজিতের ছ নম্বর ছবির অংশ অনির্বাণ- 'উমা', 📖'এক যে ছিল রাজা', 'শাহজাহান রিজেন্সি', 'ভিঞ্চিদা', 'গুমনামী'র পর 'দ্বিতীয় পুরুষ'।
এই ছবির বড়ো চমক হতে চলেছেন ঋতব্রত মুখোপাধ্যায়ও। গোয়েন্দা জুনিয়র এক্কে🌟বারে পাল্টে ফেলেছে নিজের লুক এবং অ্যাটিটিউড। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আগেই জানিয়েছেন এই ছবির মধ্যে দিয়ে দর্শক নতুন করে আবিষ্কার করবেন অনির্বাণ এবং ঋতﷺব্রতকে।
শোনা যাচ্ছে দ্বিতীয় পুরুষে আবির চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে এক্সটেন্টেড ক্যামিওয়। সাধারণত এই ধরণের চরিত্♎রে অভিনয় করেন না আবির। তবে পরিচালক সৃজিত মুখোপাধꦇ্যায়কে না-বলাটাই তো কঠিন!
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী। পাশা♔পাশি এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে বাবুল সুপ্রিয়, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং ঋদ্ধিমা চক্রবর্তীর।
বাংলা ছবির ইতিহাসে ক্রাইম থ্রিলারের সংজ্ঞাটাই বদলে দিয়েছিল ২২ শে শ্রাবণ। পরিচালক সৃজিতের কথায়, দ্বিতীয় পুরুষ হবে আরও 'ডার্ক'। থ্রিলার তৈরির ক্ষেত্রে টলিউডে সৃজিতꦆ মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তাই দ্বিতীয় পুরুষেও বড়ো চমক থাকবে তা বলাই যায়।রবিবার মুক্তি পাবে ছবির ট্রেলার এবং নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত দ্বিতীয় পুরুষ।